পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
ডেস্ক রিপোর্ট: ভারতের মাটিতে পুরুষদের ক্রিকেটে চলছে টালমাটাল অবস্থা। একের পর এক হারে সেমির স্বপ্ন শেষ। এমনকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগও অনেক ক্ষীণ। এমন অবস্থায় দেশের মাটিতে মেয়েদের ক্রিকেট যেন এনে দিচ্ছে কিছুটা স্বস্তি। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতল নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর নারী ক্রিকেট দলের সামনে এবার ওয়ানডে সিরিজ।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য আজ (সোমবার) দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি ওম্যানস চ্যাম্পিয়নশিপের অধীনে সিরিজটির বাকি দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুর শের-এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
দলে নেই বড় কোনো চমক। নেতৃত্বে থাকছেন দলে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফিটনেস থাকা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিবেন সুলতানা খাতুন। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আছেন সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস থাকা সাপেক্ষে)।
স্ট্যান্ডবাইঃ সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।