সারাদেশ

১ ফেব্রুয়ারি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন পুতুল

ডেস্ক রিপোর্ট: ‘রাতে মাটিতে থাকি মালিবাগে। অনেক ঠান্ডা, বাতাসে সারারাত ঘুমাতে পাই না। দুই টা কম্বল ছিল, একটা নিচে দিতাম একটা উপরে। শীত যাইতো না। শেখ হাসিনা কম্বল দিছে, কাউন্সিলর আমাদের দিলো, এখন ৩ টা হইলো, রাতে আর ঠান্ডা লাগবে না। ঘুম ভালো হবে। কম্বল পেয়ে খুব ভালো লাগছে।’

মুখে আনন্দের হাসি নিয়ে কথা গুলো বলছিলেন পঞ্চাশোর্ধ প্রতিবন্ধী জমিলা খাতুন। পায়ের জটিলতার কারণে ক্রাচে ভর দিয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে অন্যের সাহায্য নিয়ে যা আয় হয় তা দিয়েই চলে তার জীবিকা। রাতে মালিবাগ এলাকায় এসে ক্লান্তি নিয়ে ঘুমিয়ে যান তিনি।

তবে রাতে শীত নিবারণ করার তেমন ভারী কাঁথা, কম্বল না থাকায় কষ্টে দিন পার করছিলেন তিনি। অন্যের সাহায্যে সামান্য টাকা জীবিকা চালাতে পারলেও শীত নিবারণের জন্য কম্বল কিনতে পারছিলেন না জমিলা খাতুন। এমন হতাশায় সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনার রশীদ শুভ্রের উদ্যোগে কম্বল পেয়ে নিজে খুশির কথা বলছিলেন তিনি।

শুধু জমিলা খাতুন নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এমন কম্বোল পেয়ে খুশি প্রায় ১০০ জন অসহায় দুস্থ মানুষ। তাদের মধ্যে অনেকেই বার্তা২৪.কমকে জানান নিজের অনুভূতির কথা।

শরিফা বেগম নামের একজন বলেন, মালিবাগ রেল লাইনের পাশে ছোট ঘরে থাকি, মেয়ে আছে একটা। কম্বল পেয়ে ভালো লাগছে। দোয়া করছি।

হায়দার আলী নামের এক বৃদ্ধ জানান, চায়ের দোকান করে সংসার চালাই। এবার তো অনেক শীত। বাড়িতে থাকা কাঁথা কম্বল দিয়ে হয় না৷ এটা পেয়ে তো ভালোই লাগছে।

কমিশনার মামুনার রশীদ শুভ্রের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম। এ ছাড়া সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তারা নিজ হাতে অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *