আন্তর্জাতিক

২৯ জানুয়ারি পাকিস্তান সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আগামী ২৯ জানুয়ারি পাকিস্তান সফর করবেন। ইরানের অভ্যন্তরে ইসলামাবাদের প্রতিশোধমূলক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের ওই ঘোষণা আসলো।

এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ইরান ও পাকিস্তানের যৌথ বিবৃতি অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির আমন্ত্রণে তিনি পাকিস্তান সফর করবেন।

এ ছাড়াও দুই দেশ সম্মত হয়েছে যে, আগামী ২৬ জানুয়ারির মধ্যে উভয় দেশের রাষ্ট্রদূতরা নিজ নিজ পদে ফিরবেন।

ওই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে কথোপকথনের পরে দেশ দুটি পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে, উভয় দেশের রাষ্ট্রদূতরা ২৬ জানুয়ারীর মধ্যে তাদের নিজ নিজ পদে ফিরে যাবেন।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের সিস্তান-ও-বেলুচিস্তানে সন্ত্রাসী আস্তানাগুলোর বিরুদ্ধে অত্যন্ত সমন্বিত হামলা চালিয়েছে বলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘মার্গ বার সরমাচার কোডনাম গোয়েন্দাভিত্তিক অভিযানের সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।’

ইরানের তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে আল আরাবিয়া নিউজ জানিয়েছে, ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় পাকিস্তানে জইশ আল-আদলের (আর্মি অফ জাস্টিস) দুটি গুরুত্বপূর্ণ সদরদপ্তর ধ্বংস হয়েছে।

ইসলামাবাদ বলেছে, ওই হামলায় দুই শিশু নিহত হয়েছে এবং তিন নারী আহত হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পদক্ষেপটি সমস্ত হুমকির বিরুদ্ধে তার জাতীয় নিরাপত্তা রক্ষা ও রক্ষা করার জন্য পাকিস্তানের অদম্য সংকল্পের বহিঃপ্রকাশ। এই অত্যন্ত জটিল অপারেশনের সফল সম্পাদনও পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি প্রমাণ।’

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের সীমান্তে পাকিস্তানের ড্রোন হামলার নিন্দা করে একে ভারসাম্যহীন ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘ইরান দুই দেশের মধ্যে ভালো প্রতিবেশী এবং ভ্রাতৃত্বনীতি মেনে চলে এবং শত্রুদেরকে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক টেনে আনতে দেয় না।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *