আন্তর্জাতিক

ফের হুতি গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট: আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর যৌথ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বিতীয়বারের মতো হুতিদের ওপর যৌথ হামলা চালাল। এ ছাড়া যুক্তরাষ্ট্র আলাদাভাবে আটবার হামলা চালিয়েছে। 

সোমবার (২২ জানুয়ারি) রাতে এ যৌথ হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

গণমাধ্যমটি জানায়, এ হামলাগুলো হুতিদের রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্য করে চালানো হয়।

হুতিদের বিরুদ্ধে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন জানায়, “আমাদের লক্ষ্য উত্তেজনা হ্রাস করা এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। আমরা বিশ্বের সবচেয়ে সংকটজনক পরিস্থিতিতে জীবন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে দ্বিধা করব না।”

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আইসেনহাওয়ারের কয়েকটি যুদ্ধবিমান হুতিদের ওপর এই হামলায় অংশ নিয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবারেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দুজনের আলাপচারিতার বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, লোহিত সাগরে বিভিন্ন জাহাজে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলার বিষয়ে আলোচনা করেছেন বাইডেন ও সুনাক। এ সময় তাঁরা এ নৌপথে ‘অবাধে জাহাজ চলাচল, আন্তর্জাতিক বাণিজ্য এবং রীতিবিরুদ্ধ হামলা থেকে নৌসেনাদের রক্ষায়’ নিজেদের প্রতিশ্রুতির ওপর আবারও জোর দেন।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *