খেলার খবর

আশা জাগিয়ে ফিরলেন নিশাঙ্কা, ফের চাপে লঙ্কানরা

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নিজেদের ষষ্ট ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই দিমুথ কারুণারত্নেকে সাজঘরে ফিরিয়েছে আফগানরা। সেমির পথে এগিয়ে যাওয়ার ম্যাচে ২২ রানেই প্রথম উইকেট হারায় দলটি।

টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে এরপর অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই সেই চাপ সামলে নেয় লঙ্কানদের দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুসাল মেন্ডিস। ফিফটির পথে ছিলেন নিশাঙ্কা। তবে তার আগেই ৪৬ রানে ফিরতে হয়েছে তাকে। ফের চাপে লঙ্কানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেটে ৮৭ রান। অধিনায়ক মেন্ডিসের সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সামারাবিক্রমা।

এর আগে পুনেতে এদিন টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। এরপর শুরুতেই কারুণারত্নেকে ফেরান ফজলহক ফারুকী। সেই ধাক্কা অবশ্য সামলে নিয়েছিলেন নিশাঙ্কা ও মেন্ডিস। দেখেশুনে ব্যাট করে চাপ সামলে লঙ্কানদের টানছিলেন দু’জনে।

তবে পুরোপুরি চাপ মুক্ত আর করতে পারলেন কই। ৬০ বলে ৪৬ রানে থাকার সময় আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন নিশাঙ্কা। এরপর উইকেটে এসে মেন্ডিসের সঙ্গে ‍জুটি গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সামারাবিক্রমা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *