ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার
ডেস্ক রিপোর্ট: চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দফতরের ভাইস মিনিস্টার সুন হাইয়া আজ মঙ্গলবার চার দিনের সফরে ঢাকায় আসছেন।
বুধবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিষয়টি নিশ্চিত করে কূটনৈতিক সূত্র জানিয়েছে, মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসছেন।
বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিপিসির ভাইস মিনিস্টার সুন হাইয়া।
চীনের কমিউনিস্ট পার্টির ওই নেতা প্রথম বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
প্রসঙ্গত, চীনা রাজনীতিবিদ সুন হাইয়া সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সিঙ্গাপুরে তার দেশের রাষ্ট্রদূত ছিলেন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।