আন্তর্জাতিক

নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ডা. দীপু মনি

ডেস্ক রিপোর্ট: নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নোটগাইড ব্যবসায়ী ও কোচিং বাণিজ্যে জড়িত কিছু শিক্ষক এর সাথে জড়িত। তাদের বাণিজ্য বন্ধ হবে এমন আশঙ্কায় তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছেন বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দাবি করেন।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষাক্রম চালুর বিষয়ে মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের পেছনে কতিপয় শিক্ষক জড়িত। আমরা কয়েক জায়গায় মানববন্ধন দেখেছি। এটা হলো মুলত কোচিং ব্যাবসায়ী ও নোট গাইড ব্যাবসায়ী।  তারা দুশ্চিন্তায় পড়েছে তাদের ব্যবসা হয়তো উঠে যাবে।

তিনি বলেন, আমাদের যেটা দরকার শিক্ষার্থীদের থেকে আমরা সেই দক্ষতাটা পাচ্ছি।  তারা কিন্তু অনেক কিছু লিখছে। এখন একটা কিছু লিখতে দেন লিখে দিতে পারে। বলতে দেন বলতে পারে। বানিয়ে দিতে বলেন বানিয়ে দিতে পারে।

নতুন অ্যাপস তৈরীর বিষয়ে তিনি বলেন, আমাদের নতুন অ্যাপসের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই নিজেদের মুল্যায়ন করতে পারবে। অ্যাপসে সকল কিছু রেকর্ড থাকবে।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *