পাঁচবিবিতে ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধবিহারে শীতবস্ত্র বিতরণ ও অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ওয়ার্ল্ড বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উপলক্ষে ডাবলু বিবিসি’র (WBBC) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান আজ ২৩ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় উত্তরবঙ্গের ঐতিহাসিক পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা (উচাই) বৌদ্ধবিহার এবং অনাথ আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সভাপতি ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু থের। অনুষ্ঠানটি অস্ট্রেলিয়া থেকে জুমের মাধ্যমে শুভ উদ্ভোধন করেন,ওয়ার্ল্ড বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল এর সভাপতি বাবু দিব্যেন্দু বড়ুয়া অটো। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট -১আসনের জাতীয় সংসদ সদস্য হ্যাটট্রিক বিজয়ী এমপি আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক্স ট্রাস্টি ও ওয়ার্ল্ড বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক বাবু ডালিম কুমার বড়ুয়া,প্রকল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক চম্পক বড়ুয়া ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিন্নুর প্রমূখ। পরে শতাধিক গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়াও সরকারি চাকুরী ক্ষেত্রে কোঠা,পাথরঘাটা গ্রামীণ সড়ক সংস্কারসহ পিছিয়ে থাকা বৌদ্ধ সম্প্রদায়ীদের বিভিন্ন দাবী সরকারের নিকট তুলে ধরতে এক স্মারকলিপি প্রধান অতিথির নিকট প্রদান করেন পাথরঘাটা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সভাপতি ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু থের। প্রধান অতিথি সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন। শেষে ১৫০ জন মানুষের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এক্স ট্রাস্টি ও ওয়ার্ল্ড বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক বাবু ডালিম কুমার বড়ুয়া।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় দৈনিক জয়পুরহাট খবর।