ইউক্রেনের বন্দি নিয়ে রুশ প্লেন বিধ্বস্ত, নিহত ৭৪
ডেস্ক রিপোর্ট: ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ৭৪ যাত্রী নিহত হয়েছেন। প্লেনটিতে ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী, ছয়জন ক্রু সদস্য এবং তিনজন যাত্রী ছিলেন।
বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি রাশিয়ান ইলিউশিন আইএল-৭৬ সামরিক পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে।
এপি জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ১১টার দিকে ঘটেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধার অভিযানে একটি বিশেষ সামরিক কমিশন দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
বিস্তারিত আসছে….
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।