খেলার খবর

বাজবলে আগ্রহ নন রোহিত

ডেস্ক রিপোর্ট:  

বাজবল। ইংল্যান্ড ক্রিকেটের সমসাময়িক এই ধরণ নিয়ে প্রশ্ন উঠেছে অসংখ্যবার। আজ (বৃহস্পতিবার) ভারতের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে প্রথমটিতে নামবে ইংলিশরা। সেখান এই বাজবল আদৌ কাজে আসবে কি না এ নিয়ে বিশ্লেষকদের জলঘোলা কম হয়নি। সেই প্রসঙ্গ গড়িয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার কাছেও। তবে এ ব্যাপারে কথা বলতে যেন মোটেও আগ্রহী নন তিনি। এমন প্রশ্নে চুপ থাকতে চাইলেন। এবং আরও সহজ করে বললেন, পরিপক্ষের খেলার ধরণ নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না। 

‘বাজবল’। তাকে সামলাতে ভারতের আছে ‘বিরাটবল’। তবে আপতত প্রথম দুই টেস্টে এই কাঁদা ছুঁড়াছুঁড়ি বন্ধ। কেননা, ব্যক্তিগত কারণ দর্শীয়ে সিরিজের প্রথম দুই টেস্টে থাকছেন না বিরাট কোহলি। তার বদলে এই দুই ম্যাচের জন্য দলে জায়গা মিলেছে রজত পাতিদারের। 

হায়দরাবাদে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। সেটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতির পর ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন রোহিত। সেখানে বাজবল নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘আমরা নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। প্রতিপক্ষ কী ধরনের ক্রিকেট খেলবে, তা নিয়ে আগ্রহী নই। আপাতত নিজের দল নিয়েই ভাবছি।’

ঘরের মাটিতে টেস্ট সিরিজে প্রায় যুগ ধরে অপরাজিত ভারত। তবে সবশেষ সিরিজ হারটা এসেছিল এই ইংল্যান্ডের বিপক্ষেই, ২০১২ সালে। তবে এ নিয়েও বাড়তি ভাবছেন না রোহিত। নিজেদের অপরাজেয় তকমা না দিয়ে ভালো খেলায় মনোনিবেশ করতে চান ভারতের নিয়মিত এই অধিনায়ক। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *