খেলার খবর

হায়দরাবাদে ইংলিশদের ভোগাচ্ছেন স্পিনাররাই 

ডেস্ক রিপোর্ট:  

লাল বলের ক্রিকেট। যেখানে দলগুলো এই ফরম্যাটের খেলাটা শুরু করে রয়েসয়ে। সেখানে ইংলিশরা এনেছে নতুন এক ধাঁচ। ‘বাজবল’। ভারত সফরের প্রথম টেস্টে হায়দরাবাদেও শুরুটা এমনই করেছিল সফরকারীরা। তবে তা বেশিক্ষণ টিকতে দেয়নি স্পিনাররা। শুরুর ৮ উইকেটের ৭টিই তুলে নিয়েছেন তিন স্পিনার অশ্বিন, জাদেজা ও অক্ষর। 

শেষ খবর পাওয়া পর্যন্ত চা বিরতিতে যাওয়া আগে ৫৯ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে ইংল্যান্ড। 

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সেখানে শুরুটা বেশ ঝোড়ো হলেও স্পিন ঘূর্ণিতে থামে সেই হাওয়া। ৩৯ বলে ৩৫ রান করে অশ্বিনের বলে লেফ বিফোরের ফাঁদে ফেরেন ডাকেট। 

পরে দলীয় ৫৮ রানের মাথায় অলি পোপকে ফেরান জাদেজা। পরের ওভারে ফের অশ্বিনের আঘাত। এবার ফেরেন আরেক ওপেনার ক্রলি।

পরের তিন উইকেটও স্পিনারদের ঝুলিতে। ৬০ রানেই শুরুর ৩ উইকেট হারানোর পর সেই চাপ কিছুটা সামলে নেন রুট-বেয়ারস্টো জুটি। তবে তাদের ৬১ রানের জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। পরে বেন ফোকসের উইকেটও তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। 

২২ গজে দলের ব্যাটিং ব্যর্থতা সামলাতে মার্ক উডকে নিয়ে লড়ছেন স্টোকস। অপরাজিত আছেন ৪৩ রানে। 

এদিকে ভারতে যখন স্পিন জুজুতে ভুগছে ইংল্যান্ড, তখন অস্ট্রেলিয়ায় পেস তোপের শিকার ওয়েস্ট ইন্ডিজ। ব্রিসবেনে প্রথম দিনের প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়েছে তারা। সেই চাপ সামলাতেই ব্যাট করছেন কাভেম হজ ও জশুয়া দা সিলভা। দল চা বিরতিতে যাওয়ার আগে তাদের জুটি পেয়েছে অপরাজিত ৮১ রান। এতে ৫ উইকেটে ১৪৫ রান তুলেছে সফরকারীরা। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *