খেলার খবর

যুবাদের ম্যাচ আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে

ডেস্ক রিপোর্ট:  

এশিয়ান চ্যাম্পিয়ন হয়ে যুব বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ। তবে শুরুটা মধুর না হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রাব্বি-আরিফুলরা। এতে পরের রাউন্ড নিশ্চিতে আজ (শুক্রবার) গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

আসরের নিজেদের শুরু ম্যাচ ছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ২০২০ আসরে তাদের হারিয়েই নিজেদের প্রথম বিশ্ব শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। তবে এবার সেই ধারা ধরে রাখতে পারেননি মাহফুজুর রহমান রাব্বির দল। আসরের শুরু ম্যাচে হারে ৮৪ রানে। তবে আইরিশদের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে যুবারা। ৬ উইকেটের বড় জয়ে নিজেদের টিকিয়ে রাখে আসরে। 

এবার পালা পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিতের। এতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেলে গ্রুপ-রানার্স আপ হয়েই সামনে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের। কেননা দুই ম্যাচ জিতে নিজেদের শীর্ষের জায়গা বেশ শক্তপোক্ত রেখেছে ভারত। এতে তবে এ ম্যাচে হারলেও পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে না রাব্বি-শিবলিদের। কাগজে-কলমের হিসেব এবং ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। 

মাঠের লড়াইয়ে যুক্তরাষ্ট্র তুলনামুলক সহজ প্রতিপক্ষ। তবে এ অবস্থায় তাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ অধিনায়ক রাব্বি। তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই জয় তুলতে চান তিনি। 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *