সারাদেশ

দেশের ভূখণ্ডকে রক্ষা করুন: ইসলামী আন্দোলন

ডেস্ক রিপোর্ট: এই সরকারের বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি (শেখ হাসিনা) অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই। খালেদা জিয়াসহ বিএনপির সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। এই সরকারের বিচার আন্তর্জাতিক আদালতে হবে। ২৮ অক্টোবর যে ঘটনা ঘটেছে তার একটা সুষ্ঠু তদন্ত করতে হবে। প্রধান বিচারপতির বাড়িতে বিএনপির কোনও নেতাকর্মী হামলা করেনি, হামলা করেছে আ.লীগের গুন্ডারা। আমরা জাতিসংঘের অধীনে ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’  

শনিবার (২৭ জানুয়ারি) জাতীয় সমমনা জোট কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল শেষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

কালো পতাকা মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোর হয়ে আলরাজি কমপ্লেক্স সামনে গিয়ে শেষ হয়। 

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আপনি যদি অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে বাতিল না করেন, পার্লামেন্ট বাতিল না করেন তাহলে এদেশের জনগণকে নিয়ে আমরা এমন আন্দোলন করবো, আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। মানুষ জেগে উঠেছে। আপনি অতি শীগ্রই নতুন একটি নির্বাচনের ঘোষণা করুন। আপনি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার আহ্বান করছি।’ 

তিনি আরও বলেন, ‘আ.লীগ ক্ষমতায় আসার পর থেকে মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে, গণতন্ত্র ধ্বংস করছে, এর জন্য বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আ.লীগের সকল নেতৃবৃন্দের বিচার হবে। ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন, ডামি নির্বাচন। এই নির্বাচনকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে। বাংলাদেশের সমস্ত ভোটারের ৫ শতাংশ ভোটার ভোট দিতে যায়নি। এ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠন করা হয়েছে, সেটিকেও এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।’  

গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী বলেন, ‘অবৈধ সরকারের অধীনে ডামি নির্বাচন দেশ ও বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। আন্তর্জাতিক মহলও স্বীকৃতি দেয়নি। তাই অবিলম্বে পদত্যাগ দিয়ে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’ 

কালো পতাকা মিছিলে আরও উপস্থিত ছিলেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদ্য বেলাল হোসেন, এনডিপির মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেলসহ জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *