অনুশীলনে চোট পেয়েছেন সাকিব, খেলা নিয়ে শঙ্কা
ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে আগামীকাল নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে জয় পেতে মরিয়া বাংলাদেশ। সেই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসব এমন কথায় জানিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর সেখান থেকে যোগ দেন দলের অনুশীলনে। নেমে পড়েন ব্যাটিং অনুশীলনে।
তবে ম্যাচের মতো এখানেও তালগোল পাকিয়েছেন সাকিব। ব্যাটিং করতে গিয়ে কাঁধে বল লাগে তার। যা পাকিস্তানের ম্যাচের আগে বিপদ বাড়িয়েছে বাংলাদেশের।
সন্ধ্যায় নেট অনুশীলন করতে গিয়ে কাঁধে বল লাগলেও কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন চালিয়ে গিয়েছিলেন সাকিব। তবে সমস্যা হওয়ায় পরে ডেকে নেন দলের ফিজিওকে। এরপর মাঠেই নেন প্রাথমিক চিকিৎসা। ব্যথা নাশক স্প্রে করার পর ঘাড়ে ব্যান্ডেজ পড়ানো হয় সাকিবকে।
এরপর অবশ্য ফের ব্যাটিংয়ে করা ভুল শুধরানোর জন্য নেটে ফেরেন সাকিব। এসময়ও কিছুটা অস্বস্তি নিয়েই অনুশীলন করেছেন সাকিব। বুঝায় যাচ্ছে রান পেতে ঠিক কতটা মরিয়া হয়ে আছেন তিনি। কাঁধে চোট পেলেও ধারণা করা হচ্ছে খুব একটা গুরুতর নয় এই চোট। এরপরও শঙ্কা তো থাকছেই।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।