সারাদেশ

বাংলাদেশের রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের যেসকল নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডোজারিক।

সোমবার (২৯ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক এই আহ্বান জানান।

কারাবন্দিদের ‍মুক্তির আহ্বানে স্টিফেন ডোজারিক বলেন, ‘রাজনৈতিক মত প্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারে না বলে আমরা নীতিগতভাবে বিশ্বাস করি।’

ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধীদলগুলোর হাজার হাজার নেতাকর্মীর প্রসঙ্গ উল্লেখ করে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘বাংলাদেশে বিভিন্ন মামলায় কিংবা মামলা ব্যতীত আটক সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানের সঙ্গে মহাসচিব কী একমত? 

এ বিষয়ে ডোজারিক বলেন, আমরা অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানাচ্ছি।

সিরাজগঞ্জে মা-বাবা ও মেয়েসহ ৩ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার একই ঘর থেকে বাবা, মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের সর্বশেষ শনিবারে দেখা গিয়েছিল।

নিহতরা হলেন- একই এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে পারমিতা সরকার তুষি (১৫)। তুষি তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে পরিবারের তিন সদস্যকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে চলে যায়। স্বজনরা দু‘দিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পান। তাড়াশ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের স্বজনদের আহাজারি স্বজনদের বরাত দিয়ে মো. নূরে আলম বলেন, গত দু‘দিন ধরে ওই তিনজনকে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করেই তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করেন।

তিনি আরও বলেন, রোববার (২৮ জানুয়ারি) রাত থেকে সোমবার (২৯ জানুয়ারি) দিনের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর স্বজন ও প্রতিবেশীদের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, ‘নিহতদের সর্বশেষ শনিবারে দেখা গেছে। এরপরের যেকোনো সময়ে এই হত্যাকাণ্ডটি হতে পারে। আমরা মরদেহ উদ্ধারে কাজ করছি। এরপরও যেহেতু সিআইডি আসবে এবং ক্রাইম স্পট থেকে আলামত সংগ্রহ করবে তাই সেভাবেই কাজ করা হচ্ছে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে ও থানায় মামলা দায়ের হবে।’

;

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন আজ, শুরুতেই ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।

এর আগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে।

এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।

এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।

;

মেহেরপুরের গাংনীতে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

মেহেরপুরের গাংনীতে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই

মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়াঘাট-কল্যাণপুর মাঠে পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেল চালক আশিককে বেঁধে রেখে তার এপাচি আরটিআর মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী।

ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে আশিকের মোটরসাইকেল গতিরোধ করে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় সুত্রে জানা গেছে, কল্যাণপুর গ্রামের রফিকুল দফাদারের ছেলে আশিক ট্রাক্টর ট্রলিতে মাটির ব্যবসা করেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাটি বহনের কাজে গিয়েছিলেন তিনি। ফেরার পথে কল্যাণপুর-ঝোড়াঘাট মাঠের মধ্যে চার জন্য তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা সড়কের উপরে অবস্থান নিয়ে পুলিশ পরিচয় দিয়ে তাকে থামতে বাধ্য করে।

এসময় তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। চার ছিনতাইকারীর মধ্যে দুজন তাকে বেঁধে রাখে। বাকি দুজন মোটরসাইকেল নিয়ে নিরাপদে চলে যাওয়ার পর তাদের কাছে কল দেয়। এসময় ওই দুজন আশিককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করেছে বলে জানায় আশিক।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ছিনতাইকারীরা পুলিশ পরিচয়ে অপকৌশল অবলম্বন করে ছিনতাই করেছে। ঘটনাস্থল তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধার ও ছিনতাইকারীদের আটকে পুলিশ মাঠে নেমেছে।

;

চট্টগ্রামে বৃদ্ধকে খুন করে পালিয়েও রেহাই হয়নি সাহেদের

চট্টগ্রামে বৃদ্ধকে খুন করে পালিয়েও রেহাই হয়নি সাহেদের

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আতুরারডিপো এলাকায় পূর্ব বিরোধের জের ধরে বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করে ময়মনসিংহে আত্নগোপনে চলে যান অভিযুক্ত সাহেদ আলম প্রকাশ মিয়া (৩৭)। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ঘটনার ২০ দিন পর ওই যুবককে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসে পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মহারাজা রোডস্থ স্বর্ণপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যদিও পুলিশ বিষয়টি সোমবার সন্ধ্যায় জানিয়েছেন।

গ্রেফতার সাহেদ আলম প্রকাশ মিয়া নগরীর আতুরারডিপো কামরাবাদ এলাকার মো. আনোয়ারের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় জায়গা জমির বিরোধের জের ধরে প্রধান অভিযুক্ত মো. সাহেদ আলম ও তার ভাইদের সঙ্গে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম (৩৮), দিদারুল আলম (২৮) ও তাদের বাবা মো. আইয়ুব আলীর (৭৪) ঝগড়া হয়। এসময় ভিকটিম আইয়ুব আলীসহ তার ছেলে জাহাঙ্গীর আলম, দিদারুল আলম আসামি মো. সাহেদ আলমের পিতা আনোয়ার হোসেন ও ভাই রাসেল মিয়ার মাথা ফাঁটিয়ে গুরুতর জখম করে। এরপর আসামি মো. সাহেদ ক্ষুদ্ধ হয়ে রাত পৌন ৮টার দিকে একই ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মো. আইয়ুব আলীর টিনশেড দোকানের ভেতর ঢুকে তাকে মারধর করে পেটে ও বুকের বামে ছুরিকাঘাত করে খুন করে। এরপর তাকে দোকানের মধ্যে রেখে বাইরে তালাবন্ধ করে পালিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ভিটকটিমের ছেলে বাদী হয়ে বায়েজিদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে আসামি সাহেদ আলম আত্মগোপনে চলে যায়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ঘটনার পর বারবার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেও সাহেদকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তার বিশ্বস্ত গুপ্তচর ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি সাহেদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় আত্মগোপনে আছে- এমন খবর পাই। পরে থানার একটি বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, বাবা ও ভাইকে মারধর করায় ক্ষুদ্ধ হয়ে আসামি সাহেদ বৃদ্ধ আইয়ুবকে ছুরিকাঘাতে খুন করে দোকানের মধ্যে রেখে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আসামিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *