খেলার খবর

ব্যালন ডি’অর ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

ডেস্ক রিপোর্ট: রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। সোমবার প্যারিসে তার হাতে এই পুরস্কার তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম।  

মেসির এমন উৎসবের দিনটি আরও একটি মাত্রায় বিশেষায়িত। দিনটি যে ফুটবলে জাদুকর, আর্জেন্টিনার ফুটবল জগতের অন্যতম নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন। এমন দিনে এমন খেতাব জিতে মেসি তাকে (ম্যারাডোনা) মনে করবেন না, এটা যেন হবারই কথা না।

১৯৫৬ সাল থেকে চালু হয় ইউরোপের সেরা খেলোয়াড়কে পুরস্কার দেওয়া, যেটিই ব্যালন ডি’অর নামে পরিচিত। ১৯৯৪ সাল পর্যন্ত পুরস্কারটি দেওয়া হতো শুধু ইউরোপের খেলোয়াড়দেরই। এরপর থেকে পুরস্কারটি উন্মুক্ত করে দেওয়া হয়। ইউরোপে খেলা বিশ্বের যে কোনো খেলোয়াড় পাবেন এই পুরস্কার। 

এই পুরস্কার ম্যারাডোনাকে উৎসর্গ করে মেসি বলেন, “আজ আমি ডিয়েগোর (ম্যারাডোনা) নাম বলতে চাই।  তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ আর নেই। যেখানেই থাকুন, শুভ জন্মদিন। এই পুরস্কার আপনার জন্যও।”

 

 

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *