যুক্তরাষ্ট্রের দরকার বৈশ্বিক বিশৃঙ্খলা: রাশিয়া
ডেস্ক রিপোর্ট: টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজা সংকটে পশ্চিমাদেরকে দায়ী করে তিনি বলেন,‘যুক্তরাষ্ট্রের দরকার বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি করার।’
সোমবার (৩০ অক্টোবর) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য, সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের বৈঠকে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
গাজা, লেবানন,সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েল। ইতিমধ্যে গাজায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। গাজা ভূখণ্ডসহ মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটে পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন পুতিন।
এমনকি যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একের পর এক বিশৃঙ্খলা দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘মার্কিন অভিজাত শাসক এবং গাজার ফিলিস্তিনিদের হত্যার পেছনে তাদের যোগসূত্র রয়েছে। তাদের ‘স্যাটেলাইট’ ইউক্রেন, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার সংঘাতের মূলেও রয়েছে।’
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে ক্রমাগত বিশৃঙ্খলা চায় যুক্তরাষ্ট্র। তাই যারা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র সেসব দেশকেই অপমান করার যথাসাধ্য চেষ্টা করছে।’
উল্লেখ্য হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে রাশিয়া গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বিষয়টিকে সমর্থন করে এসেছে। এছাড়া মস্কোতে হামাসের প্রতিনিধিদলকেও স্বাগত জানিয়েছে রাশিয়া। যদিও মস্কোর এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।