ক্ষেতলাল

ক্ষেতলালে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের ক্ষেতলালে র‌্যাবের অভিযানে ‘তিনশত দুই’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আটককৃত আরিফুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারী। সে ক্ষেতলাল উপজেলার মাজিয়াস্থল গ্রামের আনিছুর ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ কর জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদর ভিত্তিতে গত কয়কদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গয়েন্দা দল তাকে পর্যবক্ষণ শুরু করে। বুধবার দিবাগত রাতে এক গোপন সংবাদর ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ওই আসামীকে উপজেলার মাজিয়াস্থল এলাকা হতে হাতেনাতে আটক করে র‌্যাব। পরে আসামিকে তল্লাশি করলে তার নিকট থেকে ৩০২ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে 

ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃ আমানুল্লাহ আমান।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় ডেইলি জয়পুরহাট-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *