খেলার খবর

বাংলাদেশের টানা ষষ্ঠ হার

ডেস্ক রিপোর্ট: হারের বৃত্ত থেকে কিছুতেই বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ। সেই একই গল্প, মাথা নিচু করে মাঠ ছাড়ছেন সাকিব আল হাসানরা। কলকাতায় মঙ্গলবার তেমন দৃশ্য দেখা গেল ফের।  পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গেল বাংলাদেশ। এ হারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করা আরও কঠিন হয়ে পড়লো বাংলাদেশের জন্য। 

বাংলাদেশের দেয়া ২০৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ স্বাচ্ছন্দে ব্যাট চালাতে থাকেন দুই পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিক এব্বং ফখর জামান। তারা দুইজনে মিলে গড়েন ১২৮ রানের দারুণ উদ্বোধনী জুটি। এরপর দলীয় ১২৮ রানে মেহেদি হাসান মিরাজের বলে ওপেনার শফিক (৬৮) আউট হন। ইনিংস বড় করতে পারেননি পাক অধিনায়ক বাবর আজম (৯), দলীয় ১৬০ রানে আউট হন তিনি। তবে উইকেটের আরেক পাশে আগ্রসী ভঙ্গিতে খেলছিলেন খেলছিলেন ফখর।

যদিও একটুর জন্য নিজের সেঞ্চুরি করতে পারেননি ফখর। ব্যক্তিগত ৮১ রানে আউট হন তিনি। এরপর, আর কোনো উইকেটের পতন ঘটেনি পাকিস্তানের। যার সুবাদে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। বাংলাদেশের হয়ে তিনটি উইকেটই পেয়েছেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। 

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই ৩ উইকেটে হারায় বাংলাদেশ। তবে এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। ৪৫ করে লিটন আউট হলেও ৫৯ রান করেন রিয়াদ। রিয়াদের আউট হওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাকিব।

তবে দলীয় ১৮৫ রানে সাকিব আউট হলে বিপদে পড়ে টাইগাররা। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন দুই ব্যাটার মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। তবে ভালো স্টার্ট পেলেও ইনিংস বড় করতে পারেননি মিরাজ, দলীয় ২০০ রানে আউট হন তিনি। এরপর মাত্র ৪ রান যোগ করে ৪৫.১ ওভারে ২০৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। 

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপরই পথ হারায় দল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারতের মতো বড় দলগুলোর বিপক্ষে বাজে পারফর্ম্যান্সের পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষেও লজ্জাজনক হার। এরপর সবশেষ পাকিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল পরাজয়। সবমিলিয়ে চলমান বিশ্বকাপটা নিঃসন্দেহে ভুলেই যেতে চাইবে সাকিব আল হাসানের দল।  

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *