আন্তর্জাতিক

সিলেট পর্বে শেষবেলায় জয়ের সৌরভ ছড়াতে স্বাগতিকদের চাই ১৬৩ রান

ডেস্ক রিপোর্ট: বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে বাবর আজমের ৪৭ আর অধিনায়ক নুরুল হাসান সোহানের ৪৬ রানের দুটি ইনিংসে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান তুলেছে রংপুর রাইডার্স। ঘরের মাঠে শেষটায় জয়ের সৌরভ ছড়াতে ১৬৩ রান চাই সিলেটের।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে (১) ফিরিয়ে সাফল্যও পেয়ে যায় তারা। তবে ফর্মে থাকা বাবর আজম আজ দাঁড়িয়ে যান দলের আস্থার প্রতীক হয়ে। ৩৭ বলে ৭ চারে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪৭ রান।

সামিট প্যাটেলের বলে বাবর আজম লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরলে আবারও চাপে পড়ে রংপুর। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় সাকিব আল হাসানকেও। এবার দলটির ত্রাতা হয়ে ওঠেন নুরুল হাসান সোহান। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলেন রংপুর অধিনায়ক, যাতে ছিল ৫টি চার এবং একটি ছক্কার মার।

শেষদিকে আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৪ বলে ২২ রানের ক্যামিওতে রংপুর পেয়ে যায় চ্যালেঞ্জিং সংগ্রহ। এই চ্যালেঞ্জ জয় করে সিলেট পর্বের শেষটা সুন্দর করতে পারবে কিনা স্বাগতিকরা, সেটাই এখন দেখার বিষয়।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *