বিনোদন

তানজিন তিশার বছর শুরু ‘পয়জন’ দিয়ে!

ডেস্ক রিপোর্টঃ ওয়েব দিয়ে নতুন বছর শুরু করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি টানা দশ দিন শুটিংয়ের মধ্য দিয়ে শেষও করলেন ‘পয়জন’ নামের সেই ওয়েব ফিল্মের কাজ। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তিশাকে। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার।

গেল মাসের ২২ তারিখে ওয়েব ফিল্মটির শুরু হয়ে চলতি মাসের এক তারিখে এর ক্যামেরা ক্লোজ হয়। রাজধানীর মিরপুর, তিনশ ফিট এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়। বাস্তব জীবনের চরম সত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার ঘরানার এই ফিল্মটি।

তানজিন তিশা

তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, ‘প্রথমত, দীপ্ত প্লে’র বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তাদের কয়েকটি প্রজেক্ট করছি আমি। এরমধ্যে ‘পয়জন’ একটি। এটা একটা নারীর সার্ভাইভালের গল্প বা নারীর টিকে থাকার গল্প। একজন নারী সমাজে চলতে গিয়ে কতকিছুর মুখোমুখি হয় এবং সেগুলো কীভাবে প্রতিকার করে সেসব নিয়েই এই ওয়েব ফিল্ম।’

তিনি আরও বলেন, ‘এখানে আমার যে চরিত্রটা সেটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং এবং আই ট্রাইড মাই বেস্ট। এখানে আমার চরিত্রের অনেকগুলো লেয়ার দেখতে পাবে দর্শক। এখনই কিছু বলতে চাই না। তবে টিজার আসলে দর্শকরা নিজেরাই বুঝতে পারবে। সঞ্জয় দাদার সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকটা কাজ হয়েছে। এরকম একটা গল্প এবং চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য উনাকে কৃতজ্ঞতা। উনার টিমটা অনেক বেশি গোছানো যার কারণে কাজ করেও অনেক ভালো লাগে।’

নির্মাতা সঞ্জয় সমদ্দার ও তানজিন তিশা 

নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘অতিরিক্ত যেকোনো কিছুই বিষের মতো। যেটাকে বলা হয়, একসিড অব অ্যানিথিং। পয়জন-এর গল্পটিও ঠিক তেমন। একদম সাসপেন্স থ্রিলার গল্প। তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প।’

সবশেষে তিশা বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে এবার ভালোবাসা দিবসের জন্য অনেক কাজ করতে পারিনি। তবে আমার দর্শকদের হতাশ একেবারেই করতে চাই না। বিশেষ এই দিবসের জন্য একটি কাজ থাকবে। এখানে আমার সঙ্গে রয়েছেন মুশফিক আর ফারহান। তাছাড়া আগের করা কিছু কাজও হয়তো আসতে পারে।’

‘পয়জন’-এ তিশার বিপরীতে আছেন তরুণ প্রজন্মের সুদর্শন অভিনেতা আবু হুরায়রা তানভীর

মামুনুর রশিদ তানিমের রচনায় ‘পয়জন’-এ তিশার বিপরীতে আছেন তরুণ প্রজন্মের সুদর্শন অভিনেতা আবু হুরায়রা তানভীর। আরও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। ওয়েব ফিল্মটি শিগগিরই দীপ্ত ওটিটি প্লেতে মুক্তি পাবে বলে জানা গেছে।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *