সারাদেশ

পায়ে হেঁটে ইজতেমায় যাচ্ছেন মুসল্লিরা

ডেস্ক রিপোর্ট: পায়ে হেঁটে ইজতেমায় যাচ্ছেন মুসল্লিরা

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পায়ে হেঁটেই ময়দানে যাচ্ছেন মুসল্লিরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় শুরু হবে আখেরি মোনাজাত। এতে অংশ নিতে ভোর থেকেই গাজীপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লিরা উপস্থিত হচ্ছেন টঙ্গীর তুরাগ তীরে।

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানবাহন বন্ধ থাকায় মাইলের পর মাইল পায়ে হেঁটে টঙ্গীর ইজতেমার ময়দানে যান মুসল্লিরা।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা গাড়িতে করে এসে দক্ষিণে ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, পূর্বে মীরের বাজার ও পশ্চিমে আশুলিয়ার বাইপাইল এলাকায় নেমে পড়ছেন। অতঃপর পায়ে হেঁটেই ইজতেমাস্থলে যাচ্ছেন তারা।

আবুল কালাম নামে এক ব্যক্তি বলেন, ইজতেমা যাওয়ার জন্য ভোর চারটায় আমি রাজধানীর ফার্মগেটে আসি। দীর্ঘ এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাইনি। পরে একটি পিকআপে উঠি। কিছুক্ষণ যাওয়ার পর পুলিশ পিকআপ যেতে না দেওয়ায় হেঁটেই ইজতেমার ময়দানের দিকে যাত্রা করি।

বিগত বছরে আখেরি মোনাজাত সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে অনুষ্ঠিত হতো। তবে এ বছর আখেরি মোনাজাতের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। সব কিছু স্বাভাবিক থাকলে রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যেই শুরু হচ্ছে আখেরি মোনাজাত।

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আরও ৪ মুস‌ল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে।  

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তারা মারা যান। এর আগে ইজতেমায় আসা ১০ মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমায় ১৪ জনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির  মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

নিহতরা হ‌লেন- রাজাবাড়ি জেলা পাংশা থানা বাসিন্দা মো. সারোয়ার, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার আব্দুল জলিল মেয়ের ছেলে মো: আলম, নরসিংদী জেলার নুরুল হক মিয়ার ছেলে শাহনেওয়াজ ভূঁইয়া ও সিরাজগঞ্জ জেলার মৃত ওসমান গনীর ছেলে আল-মাহমুদা। 

এদিকে, রোববার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সবশেষ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। চার দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। এর মধ্যদিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

;

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে দুজন গ্রেফতার

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলের মাধ্যমে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্তারিত জানাতে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিটিটিসি। সেখানে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জানা যায়, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকাল ৫টার দিকে ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের নিউজ রুমের ইমেইলে ইংরেজিতে একটি মেইল আসে। সেখানে লেখা, ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই সেই হামলা ঠেকানোর। পরে কাজ শুরু করে সিটিটিসি। মেইল পর্যালোচনা করে সিটিটিসি জানতে পারে, হুমকি বার্তা প্রদানকারীর তখনকার অবস্থান সৌদি আরব।

সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে হুমকিদাতাদের শনাক্তের পর ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সৌদি আরব থেকে দুজনকে গ্রেফতার করে।

;

ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯ টায়, তিন সড়কে যান চলাচল বন্ধ

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। মোনাজাত শেষে আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে।

সড়ক তিনটি হলো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়ক।

সিদ্ধান্ত অনুযায়ী, এসব সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না। তবে জরুরি প্রয়োজনের গাড়ি যেমন অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মী বা বিভিন্ন সেবা প্রদানকারী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, রোরবার সকালে আখেরি মোনাজাত। মুসল্লিরা ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন। সকালে এর চাইতে কয়েকগুণ বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে আসবেন। তাই সব দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

;

প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে বেশি বিনিয়োগ করতে হবে : প্রতিমন্ত্রী পলক

ছবি: বার্তা২৪.কম

ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারই ধারাবাহিকতায় অনলাইন রোগী নিবন্ধন প্রক্রিয়া অ্যাপের পাইলট প্রকল্পের অ্যাপসটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। এরমাধ্যমে জনগণ বাড়িতে বসে হাসাপতালে স্বাস্থ্যসেবার জন্য নাম নিবন্ধন করতে পারবে। এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, সিলেটের প্রবাসীরা নানাভাবে দেশের উন্নয়নে কাজ করছেন। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। তবে প্রবাসীদের তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিনিয়োগ করতে হবে। বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ব্যাপারে অত্যন্ত সচেতন একজন মানুষ। তার হাত ধরে সিলেট একটি স্মার্ট নগরী হিসাবে গড়ে উঠবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার তাকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুঁইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় পরিচলক (স্বাস্থ্য) ডা. মো. হারুন- অর- রশীদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, শিশির রঞ্জন চক্রবর্তী।

অনুষ্ঠানে পলক সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর পুলিশ চাইলে আবারও ওয়াইফাই জোন ও সিসিটিভি ক্যামেরাগুলো সচল করার ব্যাপারে তার মন্ত্রনালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *