খেলার খবর

‘খারাপ সময়ে সবই খারাপ যায়’

ডেস্ক রিপোর্ট: চোখের সমস্যার জন্য ঠিকমতো ব্যাটিং করতে পারছেন না সাকিব আল হাসান, এটা সবার নজরেই এসেছে। গতকালও সিলেটের বিপক্ষে গোল্ডেন ডাকের লজ্জা হজম করতে হয়েছে তাকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যোগ দিলেন এই টাইগার অলরাউন্ডার।

যেহেতু চোখের সমস্যার কারণে তার পারফরম্যান্স, বিশেষ করে ব্যাটিংয়ের দুর্দশাটা চোখে পড়ার মতো, তাই বেশিরভাগ প্রশ্নই সাকিবকে করা হয়েছিল তার চোখ সম্পর্কিত। কিছু প্রশ্নের জবাব মজার ছলে দিয়েছেন, আবার কিছু উড়িয়ে দিয়েছেন, আবার কিছু জবাবে তিনি তার সমস্যাটা বোঝানোর চেষ্টা করেছেন।

সাকিবের গতকালের সংবাদ সম্মেলনের কিছু অংশ তুলে ধরা হলো-

কেমন আছেন?

সাকিব আল হাসান: ভালো আছি, আলহামদুলিল্লাহ।

চোখের অবস্থা এখন কেমন?

সাকিব: ভালো আছে।

চোখের কারণে ব্যাটিংয়ে আপনার একটু সমস্যা হচ্ছিল। এখন কি স্বস্তি বেড়েছে?

সাকিব: আপনাকে কে বলছে চোখের জন্য সমস্যা হচ্ছে? (হাসি)

গত ম্যাচের পর সোহান (রংপুর অধিনায়ক) বলেছিলেন, আপনাকে অনুরোধ করবেন সংবাদ সম্মেলনে আসার জন্য…

সাকিব: অনুরোধ করেনি, অর্ডার দিয়েছে (হাসি)… অধিনায়ক অর্ডার দিয়েছে, চলে এসেছি।

আজকে ব্যাটিংয়ে নামার পর যেভাবে আউট হলেন… পরে দেখলেন রিভিউ নেওয়ার সময়ও চলে গেছে। তখন কি খারাপ লাগা কাজ করছিল?

সাকিব: বুঝলাম যে, খারাপ সময়ে সবই খারাপ যায় (হাসি)।

আপনার চোখের একটা বাজে সময় যাচ্ছে…

সাকিব: চোখের বাজে সময় যাচ্ছে…?

মানে আপনার একটা খারাপ সময় যাচ্ছে, দুই কোচকে পাশে পেয়ে কেমন লেগেছে? বিশেষ করে আপনার ছোটবেলার কোচ সালাউদ্দিনকে।

সাকিব: সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যাটা মোকাবিলা করছি, সেই সমস্যাটা যেন উতরে যেতে পারি।

সালাউদ্দিন বলেছেন, আপনি যদি ব্যাটিংয়ে স্বাচ্ছ্যন্দবোধ না করেন, ব্যাটিংয়ে ফিরতে না পারেন, তাহলে আর ক্রিকেটই খেলবেন না। আপনার কি ভাবনা?

সাকিব: আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি। আগে চেষ্টা শেষ করে নেই। পরেরটা পরে দেখব।

আপনার চোখের বর্তমান যে অবস্থা, আপনি কতটা আত্মবিশ্বাসী এই টুর্নামেন্টে আপনার ব্যাটিংটা আগের অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে? 

সাকিব: জানি না। আমার কোনো ধারণা নেই এটা কখন ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে বারবার চোখ, চোখ … চোখের কথা বলছেন, চোখে কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। ওই পরীক্ষায় কোনো সমস্যা নেই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি এখনও। 

সিঙ্গাপুর গিয়েও কি পাননি সমস্যাটা? 

সাকিব: সিঙ্গাপুরে তো চোখ দেখিয়েছি, শরীর দেখিয়েছি… (হাসি)। 

সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? 

সাকিব: এটাই তো আমি খুঁজতেছি যে, সমস্যাটা কোথায় হচ্ছে। এটা আমি বের করার চেষ্টা করছি। বাকিরাও চেষ্টা করছে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *