বিনোদন

সন্তানদের ভালোবাসায় সিক্ত অভিনেত্রী শাহনাজ খুশি

ডেস্ক রিপোর্টঃ নিজের সন্তানদের ভালোবাসায় সিক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। দুই ছেলে দিব্য ও সৌম্যের দেওয়া ছোটবেলার গিফটে মুগ্ধ হয়ে এই পোস্ট দেন তিনি। পোস্টে তিনি বলেন,

ছোটবেলার তাদের আনন্দযোগের জন্য, আমার তাদের দেয়া কাঠি ললিপপ, আইসক্রীম, waffle সব আজ আমাকে ফিরিয়ে দেয় তারা। চোখ বন্ধ করিয়ে হাতে ধরিয়ে দেয় সারপ্রাইজ বলে!!

তারা ভাবে এসব পেলে তারা যেমন দারুন আনন্দ পেতো, নিশ্চয় আমিও সেটা পাবো!

এই ভাবনার জায়গা টুকুতেই এখনও ওরা নির্মল, এখনও শিশু! এমনই থাকিস বাবা, তোদের নির্মলতায় আমাকে ঢেকে রাখিস।

নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির দুই ছেলে দিব্য ও সৌম্য। নাটক-সিনেমার প্রতি আগ্রহের জায়গা থেকেই দুই ভাই পা রেখেছেন অভিনয়ে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *