মিশরকে ড্রোন দিতে সম্মত হয়েছে তুরস্ক
ডেস্ক রিপোর্ট: এক দশকের দুরত্ব শেষে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিশরে তার জনপ্রিয় ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।
খবরটি রবিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
এদিকে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করতে আগামী ১৪ ফেব্রুয়ারী মিশর সফরে যাবেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান।
আঙ্কারা এবং কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে সম্পর্ক উন্নত করার পর এটাই তার প্রথম মিশর সফর।
ফিদান তুরস্কের বেসরকারি টেলিভিশন এ হ্যাবারকে বলেন, তুরস্কের নেতা সিসির সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন এরদোয়ান।
ফিদান আরও বিশদ বিবরণ না দিয়ে বলেন, ‘আমাদের সম্পর্কের স্বাভাবিকীকরণের কারণে মিশর কিছু প্রযুক্তিগত সহায়তা পাবে। সেক্ষেত্রে মিশর মনুষ্যবিহীন বিমান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার জন্য আমাদের সঙ্গে একটি চুক্তি করেছে।’
সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে মিশরের প্রভাবের পর তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। ইথিওপিয়াও তুর্কি ড্রোনের ক্রেতাদের মধ্যে রয়েছে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।