খেলার খবর

গোল পেলেন সানজিদা, জিতলেন সাবিনা

ডেস্ক রিপোর্ট: ম্যাচের প্রথমার্ধেই একরকম ম্যাচ থেকে ছিটকে যায় ইস্টবেঙ্গল। কিকস্টার্টের বিপক্ষে পিছিয়ে পড়ে ২-০ গোলে। তবে ঠিকই ফেরার আভাস দিয়েছিল ইস্টবেঙ্গল। বিরতি থেকে মাঠে ফিরে, মাঝ মাঠে পাওয়া ফ্রি কিকটাকে দারুণভাবে কাজে লাগান ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার সানজিদা আক্তার।

লম্বা শটে বল জালে জড়িয়ে নিজের অভিষেক গোলের দেখা পেয়েছেন বাংলাদেশি এই তরুণী। অবশ্য এরপরও হার এড়াতে পারেনি তার দল। তার গোল পাওয়ার দিনে ইন্ডিয়ান নারী লিগে ৩-১ গোলের জয় তুলেছে সাবিনা খাতুনের দল কিকস্টার্ট এফসি।

এ জয়ে পয়েন্ট গোকুলাম কেরেলার সমান ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে কিকস্টার্ট। অন্যদিকে ৮ ম্যাচে ১ জয় ও ১ ড্র’য়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ইস্টবেঙ্গল।

এদিন সানজিদা ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেললেও। সাবিনা মাঠে নেমেছেন ম্যাচের ৮৬ মিনিটে। অবশ্য ততক্ষণে জয় একরকম নিশ্চিতই করে ফেলেছে তার দল কিকস্টার্ট। এদিন কিকস্টার্টের হয়ে গোল পেয়েছেন অরুণা বেগ, সোনিয়া মারাক ও কারিশমা। অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি আসে সানজিদার পা থেকে।

সানজিদা খাতুনের দলের পরের ম্যাচ আগামী ১১ ফেব্রুয়ারি। অন্যদিকে সাবিনা খাতুনের দলের পরের ম্যাচে আগামী ১০ ফেব্রুয়ারি।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *