সারাদেশ

নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী

ডেস্ক রিপোর্ট: নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারি নির্বাচিত হয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের নৌকার প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নওগাঁ জেলা রিটার্নিং অফিসার মো. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…

নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: বার্তা২৪.কম

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে আট প্লাটুন বিজিবি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মো. শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এছাড়া স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এইচ এম আখতারুল আলম ও মো. মেহেদী মাহমুদ রেজা।

এই আসনের নির্বাচনে ভোটার রয়েছে তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। ভোটগ্রহণ হবে ১২৪টি কেন্দ্রে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত।

ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারে ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবে ১৭ জনের ফোর্স।

এছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র‍্যাবের চারটি টিম ও আট প্লাটুন বিজিবি। সেই সাথে মাঠে নির্বাচনের আচরণবিধি মানাতে আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

৭ জানুয়ারি এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোটের প্রক্রিয়া বাতিল করে পরবর্তীতে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

;

নওগাঁ-২ নির্বাচন: মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: বার্তা২৪.কম

নওগাঁ-২ আসনের সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার জন্য মটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব এম. মাজহারুল ইসলাম ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। এছাড়া অন্যান্য যন্ত্রচালিত যান চলাচলও ভোটের দিন ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি নওগাঁ-২ আসনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সময় বন্ধ থাকবে নৌযানও।

এছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরী সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরুপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহণকারী সকল ধরনের যানবাহন; আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোন যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ১টি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য ১টি গাড়ী (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়ীতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে চলাচল করতে পারবে।

অন্যদিকে সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরী কোন কাজে ব্যবহৃত মোটর সাইকেল, নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারি অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটর সাইকেল, জাতীয় মহাসড়ক (Highways), বন্দরছাড়াও আন্তঃজেলা বা মহনগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়ক বা উক্তরূপ সকল রাস্তায় নিষেধাজ্ঞা বলবৎ হবে না।

;

সংরক্ষিত নারী আসনে ঋণখেলাপিদের তথ্য চায় ইসি

ছবি: বার্তা২৪.কম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের ঋণখেলাপির বিষয়ে তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সংরক্ষিত নারী আসনেও যাতে ঋণখেলাপিরা অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগে রিটার্নিং অফিসকে তথ্য সরবরাহের কথা বলা হয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব এম মাজাহারুল ইসলাম এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে।

চিঠিতে ইসি জানায়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার বিধান অনুসারে, আগামী ১৪ মার্চ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যেই নির্বাচনি সময়সূচি জারি করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

ইসি জানায়, ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’-এর ধারা ২৯ অনুযায়ী, আইনের সঙ্গে অসামঞ্জস্য না হলে, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে বিধান রয়েছে। সে অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনের মতো জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনেও যাতে ঋণখেলাপি কেউ অংশগ্রহণ করতে না পারেন, এ বিষয়টি নিশ্চিতকরণের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের সংশ্লিষ্ট বিধানাবলি (সংযুক্ত) এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংকলন ও সরবরাহ পদ্ধতি ইতিমধ্যে সংসদ নির্বাচনে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক ২৮ নভেম্বর, ২০২৩ তারিখে জারি করা হয়েছে।

সেই মোতাবেক নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র দাখিলের দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের নাম, পিতা/মাতা/স্বামীর নাম ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাংকের জাতীয় সংসদ নির্বাচনের মতো রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করবেন।

সেইসঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনার আলোকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময়সীমার আগে রিটার্নিং অফিসারের বরাবর প্রদানসহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

;

যুক্তরাজ্য ও ইতালি প্রবাসীদের নিবন্ধন ১২ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ছবি: বার্তা২৪.কম

অনলাইন পোর্টালের মাধ্যমে দাখিলকৃত যুক্তরাজ্যে ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চলমান নিবন্ধন কার্যক্রমের আবেদন আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে জরুরি ভিত্তিতে তদন্ত ও নিষ্পত্তিকরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (নিবন্ধন ও প্রবাসী) পরিচালক আব্দুল মমিন সরকার এই নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেন।

ইসির নির্দেশনায় জানানো হয়, যুক্তরাজ্যে ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যে-সকল প্রবাসীগণের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলো CMS পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশন এর NRB মেনুতে পাওয়া যাবে।

ইসি আরও জানায়, যে সকল আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা আছে সে সকল আবেদনগুলো সকল উপজেলা ও থানা রেজিস্ট্রেশন কর্মকর্তাগণ ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করার কথা বলা হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যে উপজেলা ও থানা নির্বাচন অফিসাররা প্রাপ্ত আবেদনগুলো সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। তদন্ত প্রতিবেদন CMS Portal Investigation Report আপলোড করে Action থেকে Approved/Reject করে তা প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (নিবন্ধন ও প্রবাসী) পরিচালক আব্দুল মমিন সরকার এই নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেন।

ইসির নির্দেশনায় জানানো হয়, যুক্তরাজ্যে ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যে-সকল প্রবাসীগণের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলো CMS পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশন এর NRB মেনুতে পাওয়া যাবে।

ইসি আরও জানায়, যে সকল আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা আছে সে সকল আবেদনগুলো সকল উপজেলা ও থানা রেজিস্ট্রেশন কর্মকর্তাগণ ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করার কথা বলা হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যে উপজেলা ও থানা নির্বাচন অফিসাররা প্রাপ্ত আবেদনগুলো সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। তদন্ত প্রতিবেদন CMS Portal Investigation Report আপলোড করে Action থেকে Approved/Reject করে তা প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *