গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল বন্ধ
ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতাল জ্বালানির অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
টার্কিশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক সোবহি স্কেইক এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। হাসপাতাল বন্ধ করে ক্যানসার রোগীদের নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টরস উইদাউট বর্ডারস। এর আগে দুই দফা ইসরায়েলি বোমা হামলায় হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এদিকে গাজার প্রধান হাসপাতাল আল-শিফায় আর মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি আছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জ্বালানির অভাবে ৩৫টি হাসপাতালের মধ্যে ১৬টিই বন্ধ রয়েছে। সেবা দেওয়া যাচ্ছে না ৭২টি স্বাস্থ্যকেন্দ্রের ৫১টিতে।
ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩০ জন প্যারামেডিক নিহত হয়েছেন। ২৮টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। এই পর্যন্ত গাজার স্বাস্থ্য অবকাঠামোয় ২৭০ বারের বেশি হামলা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত গাজায় ৮ হাজার ৭৯৬ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৩ হাজার ৬৪৮ জন শিশু আর ২ হাজার ২৯০ জন নারী। নিয়মিত ব্রিফিংয়ে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছেন ২২ হাজারের বেশি।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।