আন্তর্জাতিক

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জর্ডান বাদশাহ’র

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন। বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন জর্ডানের বাদশাহ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউজে এক বৈঠকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ । একইসাথে নিরাপদ অঞ্চলখ্যাত রাফাহ শহরে ইসরায়েলের সামরিক অভিযান আরেকটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

রাফাহ শহরে প্রায় ১৪ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে গত কয়েকদিন ধরে চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধে আহ্বান জানিয়েছেন তিনি।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বলেন, ‘আমরা রাফাহতে ইসরায়েলি আক্রমণ সহ্য করতে পারি না। এটি যে আরেকটি মানবিক বিপর্যয় তৈরি করবে, তা নিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল পাশে দাঁড়িয়ে থেকে এটি চলতে দিতে পারি না। আমাদের এখন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি দরকার — এই যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত।’

এদিকে হামাসকে পরাজিত করতে ইসরায়েলকে সময় দেওয়ার জন্য ছয় সপ্তাহের বিরতি চাইছেন জো বাইডেন।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *