আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১০

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে শহরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার, দুই যোদ্ধাসহ সাতজন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এই ঘটনায় লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেসামরিকের মোট সংখ্যা ১০ জনে দাঁড়ালো।

গত বছরের অক্টোবরে ইসরায়েল-হিযবুল্লাহ আন্তঃসীমান্ত যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এই মৃত্যুর সংখ্যা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বিস্তৃত সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের বৃহস্পতিবারের হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডারের নাম আলি আল-দেবস বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলের ড্রোন হামলায় ওই হিযবুল্লাহ কমান্ডার নিহত হন।

এদিকে, হিজবুল্লাহ বৃহস্পতিবার ঘোষণা করেছে, দেবসসহ তাদের তিনজন যোদ্ধা নিহত হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী গত বুধবার জানিয়েছে, লেবানন থেকে চালানো রকেট হামলায় তাদের একজন সেনা নিহত হওয়ার জবাবে ওই হামলা চালিয়েছে তারা।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি এর আগে নাবাতিয়েহেতে নিহত পাঁচ বেসামরিক নাগরিককে হুসেইন বারজাভি, তার দুই মেয়ে, তার বোন এবং তার নাতি হিসেবে চিহ্নিত করেছিল।

এ ছাড়াও জরুরী উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে একটি ছেলেকে জীবিত করেছে এবং কমপক্ষে ছয়জনকে হাসপাতালে নিয়ে গেছে।

সংস্থাটি বলেছে, ইসরায়েলি হামলাটি গাইডেড মিসাইলসহ ড্রোন দ্বারা পরিচালিত হয়েছিল।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *