সারাদেশ

আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার

ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শুক্রবার।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যৌথ সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংরক্ষিত নারী আসনে সালমা ও নূরুন নাহারকে জাপার মনোনয়ন

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে  অ্যাডভোকেট সালমা ইসলাম ও নূরুন নাহার বেগমকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। পার্টির পার্লামেন্টারি বোর্ড এ মনোনয়ন দিয়েছে বলে জানানো হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা ১১ আসনে বিজয়ী হয়। সে হিসাবে সংরক্ষিত নারী আসন পাবে দুটি। 

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান যমুনা গ্রুপের কর্ণধার সালমা ইসলাম বিগত কয়েকটি সংসদে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, নূরুন নাহার বেগম প্রথমবারের মতো দলীয় টিকেট পেলেন। তিনি দুই মেয়াদে ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির দায়িত্ব পালন করেন। বর্তমানে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

ইলেকশন কমিশনের তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ। এরপর ইলেকশন কমিশন যাচাই-বাছাই শেষে ২৬ তারিখে ঘোষণা দেবে। এ ক্ষেত্রে দলগুলোর মনোনয়নই চূড়ান্ত কিন্তু ইসি দেখবে, প্রার্থীর কোনো অযোগ্যতা রয়েছে কি না।

;

জাপার বর্ধিতসভা ডেকেছেন রওশন এরশাদ

ফাইল ছবি

আসন্ন ৯ মার্চের জাতীয় সম্মেলনকে সামনে রেখে আগামী ২৪ ফেব্রুয়ারি বর্ধিতসভা ডেকেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাপার মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিতসভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

মুখপাত্র সুনীল শুভরার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০ টায় শুরু হবে সভার কার্যক্রম। এতে আরো বলা হয়, পার্টির সংশ্লিষ্ট সকল সদস্য ও নেতৃবৃন্দকে যথা সময় বর্ধিতসভায় উপস্থিত হওয়ার আহবান করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ।

গত ২৮ জানুয়ারি রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। রওশন দাবি করেছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এরপর এক তরফাভাবে কাউন্সিল ঘোষণা করেন রওশন এরশাদ।

;

গণতন্ত্র ফেরত না আসা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে: ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে তিন মাস কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজয় না আসা পর্যন্ত গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সবসময় সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনশাআল্লাহ এই সংগ্রামে তারা জয়ী হবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা তাইফুল ইসলাম টিপু, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী, ফরহাদ হোসেন আজাদ, সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ইসরাফিল খসরু চৌধুরী, শায়রুল কবির খানসহ অনেক নেতাকর্মী।

কারাগার থেকে মুক্তির সময় বিএনপি মহাসচিবকে আনতে যান তার সহধর্মিণী রাহাত আরা বেগম এবং বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।

গত ২৯ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং ২ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তাদের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

;

বরিশালে ছাত্র ফ্রন্টের স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন

ছবি: বার্তা ২৪.কম

বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ব্রজমোহন কলেজ শাখার সংগঠন মিনহাজুল ইসলাম ফারহান, মহানগর শাখার অর্থ সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার এরশাদ ১৯৮৩ সালে মজিদ খানের শিক্ষানীতির মাধ্যমে শিক্ষাকে সংকোচন করতে চেয়েছিল। তারই প্রতিবাদে তখন ছাত্র জনতা ১৪ ফেব্রুয়ারি এই শিক্ষানীতি বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিল। তখন পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করে এবং তৎক্ষনাৎ জাফর, জয়নাল, দীপালি সাহাসহ বেশ কয়েকজন নিহত হন। এর প্রতিবাদে তারপর দিন ১৫ ফেব্রুয়ারি সারাদেশে হরতাল পালিত হয় এবং সেদিনেও চট্টগ্রামে কাঞ্চন, মোজাম্মেলরা নিহত হন। তারপর থেকেই বাংলাদেশ স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবসটি পালন করে আসছে।

বক্তারা বলেন, সেদিন ছাত্র জনতা শিক্ষা সংকোচনের প্রতিবাদে দাঁড়িয়েছিল, আজও দাঁড়াতে হবে। আজকেও আমরা দেখছি শিক্ষার ব্যয়ভার দিন দিন বাড়ছে। নতুন শিক্ষাক্রম প্রনয়ণ করে শিক্ষাকে সংকোচনের পায়তারা করছে। শিক্ষার অধিকার দিন দিন খর্ব হচ্ছে।

আয়োজকরা বলেন, বিশ্ব ভালবাসা দিবসের উন্মাদনায় শিক্ষার্থীরা ভুলতে বসছে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস। রাষ্টীয়ভাবে এই দিবস নিয়ে কোনো আয়োজন পরিলক্ষিত হয় না, কারণ রাষ্ট্রও এখন একই পথে আগাচ্ছে। নেতৃবৃন্দ আজকের দিনের শিক্ষার আন্দোলন বেগবান করতে সর্বস্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন আহবান জানান।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *