বিনোদন

উদ্বোধনী দিনে বার্লিন উৎসবের লালগালিচা মাতানো তারকারা

ডেস্ক রিপোর্টঃ গতকাল শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। আগামী ১০ দিন পৃথিবীর অন্যতম পুরোনো এই উৎসবের দিকে চোখ থাকবে সিনেমাপ্রেমীদের। এএফপি অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

এবার উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ ভালুকের জন্য লড়বে ১৯টি সিনেমা। এবার সম্মানজনক স্বর্ণ ভালুক পাবেন প্রখ্যাত মার্কিন পরিচালক মার্টিন স্করসেজি।

৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে বেলজিয়ামের নির্মাতা টিম মিল্যান্টসের সিনেমা ‘স্মল থিংস লাইক দিস’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘ওপেনহেইমার’ তারকার কিলিয়ান মার্ফি। তিনিও হাজির হন বার্লিনে। এএফপি

ভক্তদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত অভিনেতা ম্যাট ডেমন। 

এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি কেনিয়ান-মেক্সিকান অভিনেত্রী লুপিতা নিওঙ্গ। প্রথম দিন গালিচায় অভিনেত্রী এসেছিলেন সাদা পোশাকে। এএফপি

একসঙ্গে ম্যাট ডেমন ও কিলিয়ান মার্ফি। এএফপি

লালগালিচায় জার্মান অভিনেত্রী লিসা-কোরল। এএফপি

তুরস্কের বংশোদ্ভূত জার্মান পরিচালক ফাতেহ আকিনকে পোজ দিতে দেখা যায় জার্মান অভিনেত্রী সিবেল কেকিল্লির সঙ্গে। এই অভিনেত্রী-পরিচালক জুটির সিনেমা ‘হেড-অন’ ২০০৪ সালে বার্লিন উৎসবে স্বর্ণ ভালুক জিতেছিল। এএফপি

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *