যাত্রাবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াত ঘোষিত তিনদিনের অবরোধ কর্মসূচির শেষদিনে অবস্থানকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরের সামনে এ ঘটনা ঘটে। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মারধরের শিকার ছাত্রদল নেতারা হলেন- শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান, আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ান, সোহরাওয়ার্দী হল ছাত্রদল নেতা নাহিদুজ্জামান, জোহা হল ছাত্রদল নেতা জাকির হোসেন ও মহানগর ছাত্রদলের আওতাভুক্ত একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রিন্স রাব্বি।
এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, আমাদের তিনদিনের টানা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার মেইন গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের অবরোধ কর্মসূচি ছিল। কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা রাবি শাখা ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মেইন গেটের সামনে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলাম। এরমধ্যে মেইন গেটের উল্টো দিক থেকে ১০ টা এবং ক্যাম্পাসের ভেতর থেকে ১০টা মোটরসাইকেল এসে আমাদের অতর্কিতভাবে ঘিরে ধরে। এ সময় তারা বলে, ‘তোরা এখানে ক্যাম্পাসে কেন, এদেরকে মার’। এই বলে তারা চাপাতি-টাপাতি দিয়ে আমদের আক্রমণ করে, আর আমরা ইটপাটকেল দিয়ে তাদের কিছুটা প্রতিহত করি।
তিনি বলেন, এ সময় আমরা একটু পিছিয়ে আসি। পিছানোর সময় আমাদের তিন-চারজন নেতাকর্মী সেখানে পড়ে যায়। তখন তাদেরকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে তুলে নিয়ে যায়। এ সময় আমরা প্যারিস রোড পর্যন্ত গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি। তারা আমাদের চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। এতে আমাদের কয়েক নেতাকর্মী জখম হয়েছে। আমরা তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছি।
ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, মারধরের বিষয়টি জানিনা, তবে ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে।
চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না না, আমরা কি তাদের মতো সন্ত্রাসী সংগঠন! আমরা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ঠিক রাখতে ক্যাম্পাসে অবস্থান নিচ্ছি প্রতিদিন। আমরা জানতে পারি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খারাপ করার জন্য ক্যাম্পাসে এসেছিল তাই তাদের ধাওয়া দিয়ে বের করে দেওয়া হয়েছে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।