আন্তর্জাতিক

‘ইসরায়েলকে রক্তের বিনিময়ে মূল্য দিতে হবে’

ডেস্ক রিপোর্ট: ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ইঙ্গিত দিয়েছে যে, তারা চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননের ১০ জন বেসামরিক নিহত হওয়ার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলের উপর হামলা বাড়াবে।

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ বলেছেন, ‘ইসরায়েলকে রক্তের বিনিময়ে ওই হামলার মূল্য দিতে হবে।’

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লেবানন-ইসরায়েল সীমান্তে ব্যাপক গুলি ও গোলা বিনিময় শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, ওই লড়াই ২০ বছরের মধ্যে উভয় পক্ষের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষে পরিণত হয়েছে।

একটি টেলিভিশন বক্তৃতায় শুক্রবার হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ ইসরায়েলকে চলতি সপ্তাহের হামলায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করে বলেছেন, ‘ইসরায়েল চাইলে বেসামরিক মানুষকে হত্যা করা এড়াতে পারতো।’

তিনি বলেন, ‘গণহত্যা প্রতিরোধের কাজ চালিয়ে যাওয়া এবং আগামী দিনে প্রতিরোধের কাজ বৃদ্ধি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের নারী ও শিশুরা যারা এই দিনে নিহত হয়েছে, তাদের রক্তে রক্ত ঝরার মূল্য শত্রুদের দিতে হবে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *