সারাদেশ

অবরোধের প্রতিবাদে গৌরীপুর আওয়ামী লীগের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: অবরোধের প্রতিবাদে গৌরীপুর আওয়ামী লীগের বিক্ষোভ

ছবি: বার্তা ২৪.কম

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ।

অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকেই গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সর্তক অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিন বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে অবরোধের প্রতিবাদে মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য রাবেয়া ইসলাম ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক দফতর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, সাদেকুর রহমান, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকুনুজ্জামান পল্লব, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, যুবলীগ নেতা তমাল খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

গাজীপুরে যুবদল নেতাসহ গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

বিএনপি জামায়াতের ঘোষিত ৩ দিনের অবরোধে তৃতীয় দিনে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকেটিং করার সময় কুষ্টিয়া জেলা যুবদলের এক নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর থানার রাজাপুর গ্রামের মোঃ কুমেদ আলীর ছেলে মোঃ নাজমুল ইসলাম (৩৪), গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ধীরাশ্রম এলাকার মৃত- আব্দুল লতিফের ছেলে মোঃ শাহাদাত হোসেন (৩৭) এবং রংপুর সদর থানার মমিনপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ রমজান আলী। তারা সকলেই মহানগরীর বিভিন্ন এলাকায় নিজ ও ভাড়া বাসায় বসবাস করে।

র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান সকাল ১০ টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে কিছু উচ্ছৃঙ্খল জনতা সমাবেত হয়েছে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করছে। যানবাহনে অগ্নিসংযোগ করাসহ জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

;

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদল নেতা ও পৌর কাউন্সিলর গ্রেফতার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার চেষ্টার অভিযোগ ও বিষ্ফোরক মামলায় জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাউসার মিয়া (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ। তিনি ওই এলাকার ভুলু মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘জেলা কৃষক দল নেতা কাউসারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি এসব মামলায় পলাতক ছিলেন। তিনি বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছিলেন। দুপুরে কান্দিপাড়া এলাকায় সরকার বিরোধী নাশকতার চেষ্টা চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

;

বাইডেনের কথিত উপদেষ্টা ৫ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম আরেফীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদার চৌধুরীর ভার্চুয়াল আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন মীর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই রিমান্ডের আদেশ দেন।

গত ২৯ অক্টোবর রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরদিন জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ১ নভেম্বর এ মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপি কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট ‘জো বাইডেনের উপদেষ্টা’ পরিচয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামের ওই ব্যক্তি। এক পর্যায়ে তাকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, মিয়ান আরফি মার্কিন সরকারের কেউ না।

জানা গেছে, মিয়ান আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি মাঝে মধ্যেই বাংলাদেশে আসেন।

;

রোববার থেকে আবারও অবরোধের ডাক বিএনপির

ছবি: সংগৃহীত

আবারও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগের ১ দফা দাবি আদায়ে আগামী ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচির ডাক দিচ্ছে দলটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অবরোধ প্রসঙ্গে বলেন, ‘আমাদের আন্দোলন চলমান থাকবে। সন্ধ্যায় নতুন কর্মসূচি জানতে পারবেন।’

এর আগে ১ দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে ২ অক্টোবর।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *