রোহিত-কোহলিদের নতুন ব্র্যান্ডের ক্রিকেটে গর্বিত শচীন
ডেস্ক রিপোর্ট: শেষবার ঘরের মাঠে শচীন টেন্ডুলকারকে কাধে তুলে শিরোপা উদযাপন করেছিল ভারত। এরপর এক যুগ পেরিয়ে গেলেও শিরোপার স্বাদ নেওয়া হয়নি ভারতের। ফের তাদের মাঠে বিশ্বকাপ। শিরোপার স্বপ্নে বিভোর সমর্থকরা। সে পথে দলকে টেনে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। খেলছেন নতুন ব্র্যান্ডের ক্রিকেট। উত্তরসূরির নতুন ব্র্যান্ডের এই ক্রিকেট দেখে গর্ব বোধ করছেন দেশটির সাবেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ফেললেও একটিতেও হারেনি ভারত। এরইমধ্যে নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। ব্যাটে বলে দারুণ ছন্দে রয়েছে পুরো দল। স্বপ্ন দেখাচ্ছে দারুণ কিছুর।
এমনি এক সময় গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে উদ্বোধন করা হয় টেন্ডুলকারের ভাস্কর্য। সেই অনুষ্ঠানে গিয়ে রোহিত–কোহলিদের খেলায় নিজের মুগ্ধতার কথা জানান সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার।
টেন্ডুলকার বলেন, ‘আমাদের দলের সবাই মিলে ভিন্ন একটা ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। তারা এখন পর্যন্ত যেভাবে খেলেছে, আমি অনেক গর্বিত ও আনন্দিত।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।