গাজার জন্য তহবিল সংগ্রহ শুরু সৌদি আরবের
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার (২ নভেম্বর) সৌদি সহায়তা সংস্থা কেএসরিলিফের মাধ্যমে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জন্য একটি তহবিল সংগ্রহের জন্য প্রচারণা শুরু করেছেন।
বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ৫০ মিলিয়ন সৌদি রিয়াল দান করার মাধ্যমে ওই প্রচারাভিযান শুরু করেন বলে জানিয়েছে আরব নিউজ।
রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং কেএসরিলিফের তত্ত্বাবধায়ক জেনারেল ডাঃ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল-রাবিয়াহ বলেন, ‘সাহায্য সংস্থার সাহেম প্ল্যাটফর্মের সাহেম অ্যাপ্লিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ একাধিক মাধ্যমে ওই তহবিল সংগ্রহ করা হবে।’
আল-রাবিয়াহ আরও বলেন, ‘ওই প্রচারণা সংকটের সময়ে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য সৌদি আরবের ঐতিহাসিক ভূমিকার অংশ। মহৎ কর্মটি জাতির নেতৃত্বের মূল্যবোধকে প্রতিফলিত করে।’
গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখের নেতৃত্বে সিনিয়র স্কলার কাউন্সিলের জেনারেল সেক্রেটারিয়েট সৌদির মুসলমানদের ওই তহবিলে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
আল-শেখ বলেন, ‘প্রচারণাটি সৌদি নেতৃত্বের দুর্দশাগ্রস্তদের এবং যাদের সহায়তার প্রয়োজন, তাদের সমর্থন করার ক্ষেত্রে আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছে।’
এদিকে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সাহেল প্ল্যাটফর্মে মোট দাতার সংখ্যা দাঁড়িয়েছে ৭২,৩৭৫ জন।
আরব নিউজ নিশ্চিত করেছে যে, গাজায় সহিংসতা বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য চলতি মাসের শেষের দিকে রিয়াদে একটি জরুরি আরব শীর্ষ সম্মেলন হবে।
লিগ অফ আরব স্টেটসের সহকারী মহাসচিব রাষ্ট্রদূত হোসাম জাকি বৃহস্পতিবার আরব নিউজকে বলেন, ‘রিয়াদে ১১ নভেম্বর সকালে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।’
অন্যদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত শনিবার আরব নেতাদের গাজায় ইসরায়েলি হামলা বন্ধে সাহায্য করার জন্য জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।