আন্তর্জাতিক

ওমরাহ পালন ও রোনালদোর খেলা দেখতে পায়ে হেঁটে দুবাই থেকে সৌদি!

ডেস্ক রিপোর্ট: পায়ে হেঁটে ৯ দিনের দীর্ঘ যাত্রা সম্পন্ন করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পৌঁছেছেন দুবাইতে বসবাসকারী ২২ বছর বয়সি ফিলিস্তিনি-কানাডিয়ান নাগরিক ইউসেফ হুসেন। ঘুওয়াইফাত সীমান্ত দিয়ে তিনি সৌদি আরবে প্রবেশ করেন বলে জানিয়েছে খালেজ টাইমস।

তার এই দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার মূল উদ্দেশ্য হলো ওমরাহ পালন করা এবং রিয়াদে রোনালদোর ফুটবল ম্যাচ প্রত্যক্ষ করা। তিনি গত ১ ফেব্রুয়ারিতে তার দুঃসাহসিক যাত্রা শুরু করেছিলেন।

সৌদি আরব সীমান্তে পৌঁছানোর পর ইউসেফ, তার বাবা, ভাই এবং বন্ধুর সঙ্গে গাড়িতে করে তার বাকি যাত্রা শেষ করেন। তারা ওমরাহের জন্য জেদ্দা এবং তারপর মক্কায় যান।

ইউসেফ সম্প্রতি একজন রাসায়নিক প্রকৌশলী হিসাবে স্নাতক হয়েছেন এবং খণ্ডকালীন কাজ করছেন।

তিনি বলেন, ‘যেকোনও বাধাই আসুক না কেন আমি সীমান্তে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। এটা সবসময় আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল।’

তিনি আরও বলেন, আমি প্রতিদিনের ভোর সাড়ে চারটায় জগিং শুরু করে দুই ঘন্টা পর এক ঘন্টা বিশ্রাম নিতাম। আমি প্রতিদিন ৪০-৫০ কিলোমিটার এগিয়েছি। পরের দিন ভোর বেলায় হাঁটা শুরু করতে রাত ৮টার মধ্যে ঘুমিয়ে পড়তাম এবং রাত্রিগুলো গাড়িতে, হাইওয়ে হোটেলে কিংবা লেবাইসে কাটাতাম।’

ইউসেফ বলেন, ‘ঠান্ডা তীব্র ছিল এবং উষ্ণ বাতাসে শ্বাস নেওয়ার জন্য আমাকে মুখোশ পরতে হয়েছিল। হাইওয়ে লাইটের অনুপস্থিতি আমাকে দ্রুত চলমান যানবাহন সম্পর্কে উদ্বিগ্ন করে তুলেছিল এবং সেই মুহুর্তগুলিতে আমি একাকীত্ব অনুভব করেছি।’

তিনি বলেন, ‘আমি আমার লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত ছিলাম। এই অভিজ্ঞতা চিরকাল আমার সঙ্গে থাকবে।’

ওমরাহ পালনের পর তিনি তার পরিবারের সঙ্গে রিয়াদে রোনালদোর ফুটবল খেলা প্রত্যক্ষ করেন।

ইউসেফ বলেন, ‘২০২২ বিশ্বকাপের পর আমি আমার বন্ধু এবং ভাইদের বলেছিলাম, রোনালদো যদি সৌদি আরব দলে যোগ দেন, তাহলে আমি পায়ে হেঁটে তার খেলা দেখতে যাবো। আমি স্বপ্ন পুরণ করতে পেরে খুব গর্বিত এবং আনন্দিত।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *