নির্বাচন বিদেশী পর্যবেক্ষক ও গণমাধ্যমকে ইসির আমন্ত্রণ
ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা ও আন্তর্জাতিক বিদেশী গণমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি।
রোববার (২২অক্টোবর) সন্ধ্যায় ইসি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারী মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সকল কার্যক্রম পর্যবেক্ষকদের ও পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত। বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বদা অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন চায় বিদেশী নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্বব্যাপী বিদেশী গণমাধ্যম আমাদের স্থানীয় পর্যবেক্ষকদের সাথে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করুক।
চিঠিতে আরও বলা হয়, কমিশন চায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক বিদেশী মিডিয়াগুলিকে আগামী ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক নির্বাচন নীতিমালা মেনে আবেদন করতে আমন্ত্রণ জানাচ্ছি।
এ ক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা -২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সকল দূতাবাস ও মিশনকে জানিয়েছে ইসির আমন্ত্রণের বিষয়টি জানিয়ে দেবে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।