চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট: রমজানের আগে কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা দাম ১৬০ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। তবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রায় ছয় ঘণ্টা পর চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ তথ্য জানান।
সিদ্ধান্ত বদলের ফলে আগের মতোই দেশি খোলা চিনির কেজি ১৩২ এবং প্যাকেটজাত চিনির কেজি ১৪০ টাকায় মিলবে।
এর আগে, বিকেলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। যার ফলে এক কেজি প্যাকেটজাত চিনির মিলগেট বা করপোরেট সুপারশপ বিক্রয়মূল্য ১৫৫ টাকা ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা হবে।
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।