আন্তর্জাতিক

সতর্কতা ছাড়া গাজার আবাসিক এলাকায় হামলা, নিহত ৪০

ডেস্ক রিপোর্ট: গাজা ভূখণ্ডের আবাসিক এলাকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০০ জন। উপত্যকাটির মধ্যাঞ্চলে বেশ কয়েকটি আবাসিক বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজায় হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছেন। ইসরায়েলি এই হামলায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

আল জাজিরা প্রতিবেদনে আরও বলা হয়, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এ আক্রমণ করা হয়েছে। হামলায় আহত হওয়া কয়েক ডজন লোকের বেশিরভাগই শিশু।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *