আন্তর্জাতিক

গাজায় জিম্মি মুক্তির সময় দিতেই যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

ডেস্ক রিপোর্ট: বুধবার (০১ নভেম্বর) তহবিল সংগ্রহের একটি ক্যাম্পেইনে বক্তৃতা দেওয়ার সময় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মি মুক্তির সময় দিতেই যুদ্ধ বিরতির কথা বলেছেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তহবিল সংগ্রহের এই ক্যাম্পেইন অনুষ্ঠানে জেসিকা রোজেনবার্গ নামের এক ইহুদি ধর্মীয় নেতার যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি  ‘এখনই যুদ্ধবিরতি চাই’ বলে স্লোগান দিলে তাকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

যুদ্ধ বন্ধের আহ্বানের জবাবে বাইডেন বলেন, বিরতির মানে হচ্ছে বন্দীদের মুক্ত করার জন্য সময় দেওয়া। তাই চলমান সংঘাতের বিরতিকে সমর্থন করেন তিনি।

শুধু জেসিকা একাই নয়, ইউরোপ থেকে শুরু করে বিশ্বজুড়েই গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে মিছিল ও বিক্ষোভ হচ্ছে৷ যুক্তরাষ্ট্রেও এই দাবিতে বিক্ষোভ-মিছিল হয়েছে।

রোজেনবার্গ জিউইশ ভয়েস ফর পিসের একজন সদস্য। এই সংগঠনটি ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। তারা বলছে, ‘আমাদের নামে এই যুদ্ধ চাই না।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *