বিনোদন

‘শয়তান’ দিয়ে বলিউডে ফিরলেন জ্যোতিকা

ডেস্ক রিপোর্টঃ ১৯৯৮ সালে প্রিয়দর্শনের হিন্দি ছবি ডোলি সাজা কে রাখনার মাধ্যমে অভিষেক হয়েছিল জ্যোতিকার। মাঝখানে বলিউড থেকে একরকম গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দক্ষিণে চুটিয়ে কাজ করেছেন। গত বছর তামিল সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর বলিউডে প্রত্যাবর্তন করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। অজয় দেবগন প্রযোজিত ও অভিনীত ছবি ‘শয়তান’-এর অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এত বছর হিন্দি সিনেমা থেকে দূরে থাকার কারণ ফাঁস করেছেন জ্যোতিকা।

গত বৃহস্পতিবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে বিকাশ বেহেল পরিচালিত শয়তান ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আধিভৌতিক থ্রিলারধর্মী এই ছবিতে বশীকরণ ও কালো জাদুর মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবিতে শয়তান হয়ে আসছেন বলিউড তারকা আর মাধবন।

‘শয়তান’ ছবির পোস্টার

দীর্ঘ সময় পর বলিউডে ফিরে এসে রীতিমতো উচ্ছ্বসিত এই দক্ষিণি তারকা। জ্যোতিকা বলেন, ‘২৫ বছর পর এখানে কাজ করলাম। দক্ষিণে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছি। এখানে (বলিউড) ফেরার জন্য বিশেষ কিছুর অপেক্ষায় ছিলাম। আমি মনে করি, ক্যারিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে ভিন্ন ধরনের কাজ করা প্রয়োজন। আর এটা অত্যন্ত চ্যালেঞ্জিং।

‘শয়তান’ ছবিতে জ্যোতিকাকে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। অজয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার প্রসঙ্গে এই দক্ষিণি অভিনেত্রী বলেছেন, ‘অজয় অভিনেতা হিসেবে অত্যন্ত উদার। এই ছবির জন্য আমার কাছে সবচেয়ে বড় চমক ছিলেন অজয়। শুটিংজুড়ে তিনি যেভাবে আচরণ করেছেন, সবার সঙ্গে ব্যবহার করেছেন; তা অভাবনীয়। আমি অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি। বিশেষ করে দক্ষিণের প্রায় সব অভিনেতার সঙ্গে কাজ করেছি। কিন্তু দক্ষিণে কেউ আমাকে ছবির পোস্টারে সুযোগ দেননি। এখানে ছবির পোস্টারে জায়গা পেয়েছি। আমার শেষ ছবি ছিল মামুট্টি স্যারের সঙ্গে, এখন অজয়ের সঙ্গে কাজ করলাম। মামুট্টি স্যার আর অজয়কে সামনে থেকে কাজ করতে দেখা অত্যন্ত আনন্দের বিষয়।’

জ্যোতিকা

মাধবনের সঙ্গে এর আগে একাধিক ছবিতে কাজ করেছেন জ্যোতিকা। তবে তাকে মাধবনের সঙ্গে পর্দায় রোমান্স করতে বেশি দেখা গেছে। এই ছবিতে মাধবন নায়ক নন, খলনায়ক। জ্যোতিকা বলেন, ‘মাধবনের সঙ্গে আগে কাজ করেছি। তবে এই ছবিতে আমরা অন্যভাবে আসতে চলেছি। তার সঙ্গে আবার কাজ করতে পেরে আমি দারুণ খুশি।’

শুটিং সেটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না। সবাই যে যার চরিত্রে ডুবে থাকতাম। তাই সবাই একটা পরিবারের মতো হয়ে উঠেছিলাম। ২৫-৩০ দিনের মধ্যে শুটিং শেষ হয়ে গিয়েছিল। বলিউডে ফিরতে পেরে আমি দারুণ খুশি। এ জন্য আমি বারবার প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছি। ছবিটি আমার জন্য বিশেষ কিছু।’

জ্যোতিকা

গুজরাটি ছবি ‘বশ’-এর হিন্দি রিমেক ‘শয়তান’। বিকাশের এই ছবিতে জ্যোতিকা অজয়ের স্ত্রী ছাড়া দুই সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে মেয়ের জন্য তাকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মেয়ের কোনো ঝামেলা হলে, মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ হয় না। আমার সন্তানেরা প্রায় একই বয়সী। তাই চরিত্রের জন্য আমাকে বাড়তি কোনো চাপ নিতে হয়নি। প্রতিটি দৃশ্যের পর আমি তাকে (জানকি) দেখে কাঁদতাম। এটা একটা মায়ের অনুভূতিমাত্র।’

‘শয়তান’ ছবিটি আগামী ৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।

জ্যোতিকা ও সুরিয়া দম্পতি

শুধু বলিউড নয়, অভিনয় ক্যারিয়ার থেকেও মাঝে বেশকিছু বছর বিরত ছিলেন জ্যোতিকা। শীর্ষ নায়িকা থাকা অবস্থায় বিয়ে করেন দক্ষিণি ইন্ডাস্ট্রির সুপারস্টার সুরিয়াকে। এরপর সংসার ও সন্তানকে বড় করার পেছনে সময় দেন। ২০১৯ সালে কাজে ফেরেন নারীপ্রাধান সিনেমা ‘রাতচাষী’ দিয়ে। এতে একজন সাহসী শিক্ষক ও সরকারি কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি ব্যবসাসফল হয়।

এরপর প্রতি বছর তার ছবি মুক্তি পাচ্ছে। ২০২২ সালে ‘সোরারাই পট্রু’ সিনেমায় অনবদ্য অভিনয় করে জিতে নেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একই বছরে তার স্বামী সুরিয়াও পান শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার!

 

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *