খেলার খবর

সম্ভাবনা ক্ষীণ তবুও জয়ের আশা ছাড়ছেন না বশির

ডেস্ক রিপোর্ট: রাঁচি টেস্টে হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। সঙ্গে সিরিজটাও। জয় থেকে মাত্র ১৫২ রান দূরে স্বাগতিক ভারত। হাতে ১০ উইকেট ও দুই দিন। এরপরও আশা ছাড়তে নারাজ ইংলিশদের তরুণ স্পিনার শোয়েব বশির। রাঁচির উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পায়; আপাতত এটাই আশার আলো দেখাচ্ছে তাকে। আর এইটুকু আশা নিয়েই রাঁচি টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে সিরিজ বাঁচাতে শেষ চেষ্টা চালাতে চাই ইংলিশরা।

প্রথম ইনিংসে ৩৫৩ রান করা ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে গুঁড়িয়ে গেছে মাত্র ১৪৫ রানে। ভারতীয় স্পিনারদের বিপক্ষে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি সফরকারী ব্যাটাররা। তাতে ভারতের লক্ষ্যটা দাঁড়ায় ১৯২ রানের। সেই লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান যোগ করে ভারত। এরপরও রাঁচির উইকেট বলেই আশা রাখছেন শোয়েব।

ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে ইংলিশ এই তরুণ স্পিনার বলেন, ‘আমরা এক বা দুটি উইকেটে পেলে ভালো হতো। তবে আমাদের হাতে এখনও সময় আছে। আর এই উইকেটে সবকিছুই সম্ভব। আমি এবং টম হার্টলি জানি আগামীকাল আমাদের হাতে সময় আছে। সহজ কথায় বলতে গেলে আমাদের মাত্র ১০টি উইকেট নিতে হবে।’

রাঁচি টেস্টেই প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন এই বোলার। প্রথম ইনিংসে ১১৯ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। যা এই ক্রিকেটার উৎসর্গ করেছেন তার প্রয়াত দাদার প্রতি। শোয়েব বলেন, ‘এই ইনিংসটি আমার প্রয়াত দুই দাদাকে উৎসর্গ করতে চাই যারা এক বছর আগে মারা গিয়েছেন। তারা টিভিতে সারাক্ষণ টেস্ট ক্রিকেট দেখত, টিভির সামনে সোফায় বসে থাকত। তাদের ইচ্ছা ছিল আমার খেলা দেখার কিন্তু তা হয়নি। তাই এই ইনিংসটি তাদের উৎসর্গ করছি। হ্যাঁ, এই ইনিংসটি অবশ্যই আমার জন্য আবেগপূর্ণ।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *