আন্তর্জাতিক

নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভের সময় শনিবার (২৪ ফেব্রুয়ারি) তেল আবিবে অন্তত পাঁচজন আটক হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ বলে দাবি করেছে। পাঁচজনকে আটক করার কথা জানিয়ে এক্স-এ দেশটির পুলিশ জানিয়েছে, তারা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন এবং পুলিশের নির্দেশনা মানেননি।

তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। ইসরায়েলের আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি বিক্ষোভকারীদের।

তাদের দাবি, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এ জন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *