চবি মার্কেটিং বিভাগের ২য় পুনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সিম্পোজিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘তৃতীয় শিল্প বিপ্লবটাও প্রায় মিস করে ফেলছিলাম। কিন্তু তৃতীয় শিল্প বিপ্লবের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কম্পিউটার জনপ্রিয় হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে।’
বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর হাবিবুল্লাহ কনফারেন্স হল-এ অ্যাকশনিস্ট ফাউন্ডেশন (Actionist Foundation) ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর- এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Leadership Skills for Smart Bangladesh” শীর্ষক সিম্পোজিয়াম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘১৭৬০সালে আমরা প্রথম শিল্প বিপ্লপ মিস করেছি, ১৮৭০ সালে দ্বিতীয় শিল্প বিপ্লব মিস করেছি, তৃতিয়টাও প্রায় মিস করে ফেলছিলাম। কিন্তু তৃতীয় শিল্প বিপ্লবের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কম্পিউটার জনপ্রিয় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।’
মোস্তফা জব্বার বিজয় কিবোর্ড উদ্ভাবনের ইতিহাস স্মরণ করে বলেন, ‘আমরা বাংলা ভাষায় টাইপ করতে পারতাম না। সাংবাদিক থেকে সম্পাদক হিসেবে কাজ শুরু করলে আমি ভাবি বাংলা অক্ষর সুন্দর না। সুন্দর করার মেশিন কেনার টাকা নাই আমার।আমি একদিন ভাবলাম কম্পিউটার দিয়ে যদি অক্ষর সুন্দর করতে পারি তাহলে মনের দুঃখ কাটবে।’
তিনি আরও বলেন, ‘সামগ্রিকভাবে একটি জিনিস বুঝা যায়, বাংলাদেশের পিছিয়ে পরা বাংলাদেশ এর গন্তব্য খুঁজে পাওয়া যায় না। একবারই এগিয়ে গেছে এবং পৃথিবীকে পথ দেখিয়েছে প্রধানমন্ত্রী ২০০৮ সালের ১২ ডিসেম্বর যখন নির্বাচনের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেন। তার আগে পৃথিবীর কোনো দেশ ডিজিটাল হবে স্বপ্ন ও দেখে নি। আমার সৌভাগ্য, আমি ২০০৫ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে লেখালেখি করি, ২০০৮ সালে ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের কথা নিজের হাতে লিখি। দেশকে ডিজিটাল দেশ করা হচ্ছে ইতোমধ্যে তোমরা তা দেখতে পাচ্ছ।’
বক্তব্যের শেষ পর্যায়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকেই আবারো প্রধানমন্ত্রী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ অবধি রূপান্তরের ইতিহাসের দিকে তোমাদের তাকাতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন তিনি, বর্তমান বিভিন্ন উন্নয়নের পটভূমি তিনি তৈরি বাস্তবায়ন করে গিয়েছিলেন। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে শেখ হাসিনার উপর। এরপর ইন্টারনেট এর ৫টা প্রযুক্তির সবই আসে শেখ হাসিনার আমলে। তিনি যদি আবার প্রধানমন্ত্রী না হয় স্মার্ট বাংলাদেশ কি জিনিস এটা নিয়ে আলোচনা করার কোন উৎস খুঁজে পাবা না।’
এ সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের চার্জ ডি’ অ্যাফেয়ার্স ড. বার্নড স্পেনিয়ার। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ একটি ঘন জনসংখ্যার দেশ, তরুণ বাংলাদেশিরা দেশে ভাল কিছু করতে পারবে এবং তাদের বাইরের দেশেও ভাল করতে হবে। চীন,আমেরিকা,জার্মানের মত দেশে গিয়ে ভাল করতে পারবে। আমি এমন সম্ভাবনাময় তরুণ এখানে দেখেছি। তাদের ব্যাবসা শুরু করার রিয়েল সেন্স আছে, নেতৃত্ব আছে, যোগাযোগ ক্ষমতা আছে। এখনকার সময়টা অনেক প্রতিযোগিতাময়, অনেকে পিছিয়ে আছে তাদেরকে সাহায্য কর। বিভিন্ন চ্যালেন্জ মোকাবেলায় আমরা আপনাদের সাথে এবং আপনাদের জন্যে কাজ করে যাব।’
সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।