আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্য এখন হুমকির মুখে: তৌফিক-ই-ইলাহী

ডেস্ক রিপোর্ট: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্য এখন হুমকির মুখে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংগ্রাম করছে। সেখানে আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করছি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে ইকু হোটেল এন্ড রেস্টুরেন্টে সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন্তব্য করেন তিনি।

তৌফিক-ই-ইলাহী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশ উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী দূরদর্শিতার কারণে বিদেশিদের কাছ থেকে সহায়তা না নিয়ে কৃষি খাতে এ সোলার প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। আমরা আগামী চল্লিশ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো।

এসময় বিভাগীয় পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *