খেলার খবর

ফিরলেন জিকো-তপু, নেই মোরসালিন-তারিক

ডেস্ক রিপোর্ট: আগামী মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচ রয়েছে বাংলাদেশের। সে ম্যাচ দুটির জন্য আজ (মঙ্গলবার) চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চোটের কারণে দলে জায়গা হয়নি দুই তরুণ ফুটবলার শেখ মোরসালিন ও তারিক কাজির। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মন।

নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের স্ট্রাইকার রাব্বী হোসেন রাহুল, পুলিশ এফসির সৈয়দ কাজেম শাহ কিরমানি আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডিফেন্ডার তাজ উদ্দিন। 

২১ মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগে লড়বে বাংলাদেশ। ২৬ মার্চ ঢাকার কিংস অ্যারেনায় হবে ফিরতি লেগের ম্যাচ। এই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়বে দল।

একনজরে বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, মাহফুজ হাসান প্রিতম

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, মুরাদ হাসান, তপু বর্মণ, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তাজ উদ্দিন

মিডফিল্ডার: সোহেল রানা, চন্দন রায়, মো. হৃদয়, মো. সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, সাইদ শাহ কাজেম কিরমানি, জামাল ভূইয়া, জায়েদ আহমেদ

ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *