খেলার খবর

‘সাকিব-তামিম’ প্রসঙ্গে যা বললেন মুশফিক

ডেস্ক রিপোর্ট: বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচটি ছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে। কিন্তু ম্যাচটিকে বেশিরভাগ দর্শক ও সমর্থকরাই দেখছেন ‘সাকিব বনাম তামিম’ হিসেবে। সাম্প্রতিক সময়ে সাকিবের সঙ্গে তামিমের দ্বন্দ নিয়েই মূলত এই ধারণাটির উদ্ভব।

ব্যাট হাতে এদিন ভালো খেলা দেখাতে পারেননি দুইজনের কেউই। সাকিব-তামিমের ম্যাচে নিজেদের সেরাটা দেখিয়েছেন তাদেরই সতীর্থ মুশফিকুর রহিম। তবে দিনশেষে জয়ের হাসিটা হেসেছেন তামিম ইকবাল, সাকিবের রংপুরকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে ফরচুল বরিশাল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিককে জিজ্ঞেস করা হয় সাকিব-তামিমের লড়াই প্রসঙ্গে। উত্তরটা মুশফিক দিয়েছেন কিছুটা মজার ছলে হাসতে হাসতেই, ‘সত্যি বলতে, এরকম বড় ম্যাচে যদি অন্যকেউ এরকম একটা লাইমলাইট নিয়ে থাকে, তাহলে রিলাক্স থাকা যায়। দুজন দুজনে যুদ্ধ করবে আর আমরা আমাদের খেলাটা খেলব, সহজ ব্যাপার।’

তবে মাঠের বাইরের বিরোধ সাকিব ও তামিমের মাঝে মাঠের খেলায় প্রভাব ফেলেনি বলে জানান মুশফিক, ‘আমি দেখেছি, দুজনই অনেক রিলাক্স ছিল, দুজনই ছিল নিজের মতো এবং ওরা দুজনই জানে, নিজ নিজ দলের জন্য তারা বড় অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদের বলার কিছু নেই।’

সবশেষে তিনি দুইজনের তুলনা করা নিয়ে বলেন, ‘দুজনই বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের নিয়ে ফাইট দূরের কথা, আমি মনে করি, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক ব্যাপার। তারা যতটুকু বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছে এবং আশা করি আরও দেবে, সেটার সমকক্ষ কিছু নেই। যারা কথা বলেন বা এই যে ভুয়া ভুয়া বলেন, সাকিব আর তামিম যদি ‘ভুয়া ভুয়া’ শোনে, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *