সারাদেশ

বেইলি রোডে আগুন, লাফিয়ে পড়ে আহত ১০ জন ঢামেকে ভর্তি

ডেস্ক রিপোর্ট: বেইলি রোডে আগুন, লাফিয়ে পড়ে আহত ১০ জন ঢামেকে ভর্তি

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনের আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন- শাকিল (২৪),উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০), দ্বীন ইসলাম (৩০), ইকবাল হোসেন (২৪) ও ইমরান (১৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় লাফিয়ে পড়ে আহত ১০ জন জরুরি বিভাগে এসেছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

বেইলি রোডে আগুন, আটকে পড়া ২৬ জনকে জীবিত উদ্ধার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট বেইলি রোডে আগুন: ৩ প্লাটুন আনসার মোতায়েন বাঁচার আকুতি নিয়ে ছাদে অর্ধশতাধিক মানুষ এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

তিনি বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

বেইলি রোডে আগুন: ৩ প্লাটুন আনসার মোতায়েন

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সাহায্য করা ও নিরাপত্তা জোরদার করতে চার প্লাটুন আনসার মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আনসার সদর দফতরের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

বাঁচার আকুতি নিয়ে ছাদে অর্ধশতাধিক মানুষ বেইলি রোডে আগুন, আটকে পড়া ২৬ জনকে জীবিত উদ্ধার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট তিনি জানান, বেইলি রোডের অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী ক্যাম্প থেকে আনসার সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করে।

ফায়ার সার্ভিসের সঙ্গে আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছে।

;

বেইলি রোডে আগুন: ঘটনাস্থলে সংসদ সদস্য নাছিম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে আগুন লাগার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছেন ওই এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম নিজে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

তিনি বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

;

বাঁচার আকুতি নিয়ে ছাদে অর্ধশতাধিক মানুষ

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনো ভবনটির ছাদে অর্ধশতাধিক মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

বেইলি রোডে আগুন, আটকে পড়া ২৬ জনকে জীবিত উদ্ধার বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট বেইলি রোডে আগুন: ৩ প্লাটুন আনসার মোতায়েন তিনি বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

এ ঘটনায় আগুনের সূত্রপাত ও হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে থেকে তদারকি করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে পুলিশ।

;

বেইলি রোডে আগুন, আটকে পড়া ২৬ জনকে জীবিত উদ্ধার

আটকে পড়াদের উদ্ধার

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্ট-এ আগুনের সংবাদ পাই। পরে ৯টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে।

ভবনে আটকে পড়াদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস এ ঘটনায় আগুনের সূত্রপাত ও হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে থেকে তদারকি করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছে পুলিশ।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *